সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মোদিকে লক্ষ্য করে ফোন ছুড়ে মারলেন তারই দলের নারী কর্মী


প্রকাশিত:
২ মে ২০২৩ ২১:১৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৫

 

ভারতের মাইসুরুতে রোববার (৩০ এপ্রিল) একটি মেগা রোডশো চলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে একটি মোবাইল ফোন ছুড়ে মেরেছেন তারই দলের এক নারী কর্মী।

পুলিশ জানিয়েছে, কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারের সময় বিজেপির এ শীর্ষ নেতা যখন একটি বিশেষ ডিজাইন করা গাড়িতে দাঁড়িয়ে রোডশোতে অংশ নেন, তখন এ ঘটনা ঘটে।

বিজেপির ওই নারী কর্মী চরম উত্তেজনায় ফোনটি ছুড়ে মারেন। যদিও তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ভিডিওতে দেখা যায়, মোদিকে বহনকারী গাড়ির কাছে ওই নারীর নিক্ষেপ করা মোবাইল ফোনটি এসে পড়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইন শৃঙ্খলা) অলোক কুমার পিটিআইকে বলেছেন, প্রধানমন্ত্রী তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর বলয়ে ছিলেন। ওই নারী বিজেপির কর্মী। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফোনটি ওই নারীকে ফিরিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ওই নারীকে আমরা খুঁজে বের করছি। আমরা এটিও খতিয়ে দেখছি সে কি আবেগতাড়িত হয়ে এ ঘটনা ঘটিয়েছে, নাকি তার অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল।

চলতি মাসের ১০ তারিখে কর্নাটকের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ১৩ মে ভোটের ফল ঘোষণা করা হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top