সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


শিগগিরই ভারত উন্নয়নের শিখরে পৌঁছাবে: ফরিদ জাকারিয়া


প্রকাশিত:
৪ মে ২০২৩ ২১:১৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪১

 

ভারতীয়-আমেরিকান সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং লেখক, ফরিদ জাকারিয়া ভারতকে উন্নয়নের পথে অগ্রসর হওয়া এক রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ভারতের উন্নয়নের পথে যদিও এখনও কিছু বাধা রয়েছে তবে খুব শীঘ্রই সমস্ত বাধা অতিক্রম করে দেশটি উন্নয়নের শিখরে এসে পৌঁছাবে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জনগণ যেখানে মুদ্রাস্ফীতি এবং সম্ভাব্য মন্দা নিয়ে চিন্তিত, ভারত সেখানে এক সুন্দর ভবিষ্যতের অপেক্ষা করছে। একদিকে পৃথিবীর জনবহুল দেশ ভারত, অন্যদিকে চলতি বছরে ৫.৯% হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছে ভারতের অর্থনীতি।

২০০৬ সালে, ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভারতের বিলবোর্ড স্থাপনের মাধ্যমে দেশটিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল মুক্ত বাজার গণতন্ত্র হিসেবে উপস্থাপন করা হয়। বর্তমানে ভারত ৯% হারে আরও দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। তবে এতকিছুর পরেও চীনের অর্থনীতি আজও ভারতের পাঁচগুণ। তবে চীনের পর দ্বিতীয় দ্রুততম গতিতে ক্রমবর্ধমান অর্থনীতি হিসেবে রয়েছে ভারত।

ভারতের আধার বিপ্লবের প্রশংসা করে তিনি বলেন, এ বিপ্লবের ফলে ভারতের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। আধার বিপ্লবের মাধ্যমে নাগরিকদের আঙ্গুলের ছাপ বা চোখের আইরিস স্ক্যানিং করে যাচাই করার মাধ্যমে ১২ সংখ্যার একটি আইডি প্রদান করা হয়। নোবেল বিজয়ী পল রোমার এ পদ্ধতির প্রশংসা করেন। বর্তমানে ৯৯.৯% নাগরিকেরা এ আধার কার্ড ব্যবহার করে ব্যাংক একাউন্ট খুলতে বা সরাসরি সরকারি অর্থ স্থানান্তরিত করা হয়।

জিও বিপ্লবও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুকেশ আম্বানি, ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী। তিনি ৪৬০ কোটি মার্কিন ডলার খরচ করে সস্তা ফোন ও ডাটা প্যাকেজের ব্যবস্থা করে প্রত্যেক ভারতীয় নাগরিকদের কাছে ইন্টারনেট সহজলভ্য করে দেন। ৭০০০ লাখেরও বেশি নাগরিক এ ইন্টারনেট ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের চেয়েও বেশি ভারতীয়রা ইন্টারনেট ব্যবহার করছেন।

তৃতীয়টি হলো অবকাঠামোগত উন্নয়ন। রাস্তা, বিমানবন্দর এবং রেলস্টেশনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ২০১৪ অর্থবছরের সরকারের মূলধন ব্যয় পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। জাতীয় মহাসড়কের গড় নির্মান কাজ দ্বিগুণ হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top