সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


চাকরি হারাচ্ছেন ভোডাফোনের ১১ হাজার কর্মী


প্রকাশিত:
১৭ মে ২০২৩ ২১:৪৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫০

 

কোম্পানির কাঠামো পরিবর্তন ও ব্যয় সংকোচনের নীতি হিসেবে কর্মী ছাঁটাইয়ের পথে হাটছে বিশ্বের অনেক নামিদামি প্রতিষ্ঠান। এবার এই তালিকায় যুক্ত হয়েছে এক সময়ের আলোচিত কোম্পানি ভোডাফোন। ব্রিটিশ টেলিকম সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ বছর পর্যায়ক্রমে ১১ হাজারেরও বেশি কর্মী কাজ হারাতে যাচ্ছেন।

বছরের পর বছর খারাপ পারফরম্যান্সের কারণে এমন পদক্ষেপ নেওয়ার দাবি করা হচ্ছে। ভোডাফোন এক বিবৃতিতে জানিয়েছে, চাকরি ছাঁটাই যুক্তরাজ্যের সদর দফতর এবং অন্যান্য দেশের চলমান কার্যক্রমকে প্রভাবিত করবে।

নতুন সিইও মার্গারিটা ডেলা ভ্যালে বলেন, আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো না। বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। ধারাবাহিকভাবে ভাল কাজ করে যেতে চাইলে পরিবর্তন আনা জরুরি।

গত মাসেই ভোডাফোনের দায়িত্ব নেন ডেলা ভ্যালে। এরপরই কোম্পানিকে ঢেলে সাজানোর আভাস দেন। তিনি বলেন, কোম্পানির পারফরম্যান্স ভাল না। এই কারণে গ্রাহকদের সুরক্ষায় অগ্রাধিকার দেবে ও সংস্থার বৃদ্ধির দিকে নজর দিচ্ছে। টেলিকম বাজারে প্রতিযোগিদের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত।

ভোডাফেনের সবশেষ বার্ষিক প্রতিবেদন দেখা গেছে, বিশ্বজুড়ে ১ লাখ কর্মী রয়েছে তাদের।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top