সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কাজাখস্তানের দাবানলে নিহত ১৪


প্রকাশিত:
১১ জুন ২০২৩ ২০:২৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৩

 

কাজাখস্তানের আবাই অঞ্চলে একটি বনে দাবানলে ১৪ জন মারা গেছে। দেশটির জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় ১০ জুন এ কথা জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘মোট ১৪ টি মৃতদেহ পাওয়া গেছে। এর আগে ঘোষণা করা হয়েছিল যে আটকে পড়া বন রেঞ্জারদের জন্য অনুসন্ধান চলছে কারণ আগুনে ৬০ হাজার হেক্টর জমি গ্রাস করেছে৷'

১ হাজারেরও বেশি মানুষ অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধার কাজে অংশ নিয়েছে এবং প্রায় ৭০০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

কাজাখের জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়ের ফায়ার সার্ভিস কমিটির চেয়ারম্যান নুরবোলাত ডারবিসভ বলেন, ‘ উচ্চ তাপমাত্রা, পোড়া এলাকা এবং দমকা হাওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।'

দুটি বজ্রপাতের কারণে আগুন লেগেছে বলে জানা গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top