সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


পৃথিবীর ইতিহাসে দৈনিক গড় তাপমাত্রার নতুন রেকর্ড


প্রকাশিত:
৬ জুলাই ২০২৩ ০০:৪৬

আপডেট:
৮ জুলাই ২০২৩ ১৯:৩২


এ প্রক্রিয়া শুরুর পর থেকে সোমবার ৩ জুলাই বৈশ্বিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ১৭ দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস বা ৬২ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়।

সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্ব জুড়ে বেড়েছে তাপমাত্রা। বিভিন্ন দেশে তাপদাহের ঘটনা এখন নিত্যনৈমিত্তিক। দৈনিক তাপমাত্রা নথিবদ্ধ করা শুরুর পর গত সোমবার ৩ জুলাই ছিল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম দিন।

আজ বুধবার বার্তাসংস্থা এএফপি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশনের (এনওএএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

১৯৭৯ সাল থেকে এনওএএ সর্বোচ্চ গড় তাপমাত্রার হিসেব রাখছে।

এ প্রক্রিয়া শুরুর পর থেকে সোমবার ৩ জুলাই বৈশ্বিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ১৭ দশমিক শূন্য ১ ডিগ্রি সেলসিয়াস বা ৬২ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়।

এর আগে সর্বোচ্চ বৈশ্বিক গড় তাপমাত্রার রেকর্ডটি ছিল ১৬ দশমিক ৯২ সেলসিয়াস বা ৬২ দশমিক ৪৬ ফারেনহাইট, যা ২০১৬ সালের ২৪ জুলাই এই রেকর্ড সৃষ্টি হয়েছিল।

আগামী বছর প্রশান্ত মহাসাগরে এল নিনোর আবির্ভাবের কারণে তাপমাত্রা বৃদ্ধির আরও নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাষ দিয়েছেন সংশ্লিষ্টরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top