সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ভারতের উত্তরাখণ্ডে বাসের গড়িয়ে পড়ল পাথর, নিহত ৪


প্রকাশিত:
১২ জুলাই ২০২৩ ২২:০৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৩

 

ভারতের উত্তরাখণ্ডে পাহাড় থেকে ছিটকে পড়া পাথরের আঘাতে নিহত হয়েছে পুণ্যার্থীবোঝাই বাসের চার যাত্রী। এতে আহত হয়েছে বহু পুণ্যার্থী।

সোমবার (১০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গঙ্গোত্রী জাতীয় সড়ক ধরে গঙ্গোত্রী থেকে উত্তরকাশীতে ফিরছিল পুণ্যার্থীবোঝাই একটি বাস। পথে সু-নগরের কাছে পাহাড় থেকে বড় বড় পাথরের খণ্ড জাতীয় সড়কের ওপর গড়িয়ে পড়ে। ওই সময় পাথরের একটা বড় খণ্ড পুণ্যার্থীবোঝাই বাসের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার পুণ্যার্থীর। গুরুতর জখম হয়েছে বেশ কয়েকজন। বাসের ওপর পাথরের বড় খণ্ড আছড়ে পড়ায় বাসের একাংশ পুরো দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই পুণ্যার্থীদের উদ্ধারে চেষ্টা শুরু করে।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, পাহাড় থেকে ক্রমাগত পাথর গড়িয়ে আসায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়।

বিপর্যয় মোকাবিলা দলের সদস্য রাজেশ কুমার জানিয়েছেন, পাহাড় থেকে ধস নামায় তার নিচে তিনটি গাড়ি চাপা পড়ে। ওই গাড়ির যাত্রীদের কী অবস্থা, তাদের উদ্ধার করা গেছে কি-না, তা সম্পর্কে স্থানীয় প্রশাসন কিছু জানায়নি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top