সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কানাডায় দাবানলে পুড়লো ১ কোটি হেক্টরেরও বেশি এলাকা


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৩ ১২:২৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৫

 

কানাডায় চলতি বছর দাবানলে পুড়ে গেছে ১ কোটি হেক্টরেরও বেশি এলাকা। যা কানাডার ইতিহাসে এক বছরে সর্বোচ্চ পরিমাণ এলাকা পুড়ে যাওয়ার রেকর্ড। সরকারি তথ্য থেকে শনিবার এ কথা জানা গেছে।

সিআইএএফএফিস-এর দেওয়া তথ্যানুসারে, এখন পর্যন্ত ৬ মাসে মোট ৪ হাজার ৮৮ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে লাখ লাখ হেক্টর এলাকার বন, আবাদি জমি এমনকি মানুষের বাসস্থান পর্যন্ত পুড়ে গেছে। এই সময়ের মধ্য বাস্তুচ্যুত হয়েছে অন্তত দেড় লাখ মানুষ।

কানাডা সরকার জানিয়েছে, দাবানলের অধিকাংশ ঘটনাই ঘটেছে বনাঞ্চলে। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও দাবানলের প্রভাব এখনো পরিবেশের ওপর রয়ে গেছে।

কানাডিয়ান ইন্টারএজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার (সিআইএফএফসি) বলেছে, এর আগে ১৯৮৯ সালে পুরো বছর ধরে দাবানলে ৭৩ লাখ হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল। চলতি বছর সাড়ে ছয় মাসে দাবানলে যে এলাকা পুড়েছে তা পর্তুগাল কিংবা আইসল্যান্ডের সমান।

কানাডায় জানুয়ারি থেকে শুরু হওয়া এ দাবানলে দেড় লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত এবং একজন অগ্নিনির্বাপক সদস্য মারা গেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top