সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


পিটার পার্লামেন্টের সদস্যপদের ওপর অস্থায়ী স্থগিতাদেশ


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৩ ২২:২৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৮


থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদপ্রার্থী মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) নেতা পিটা লিমজারোয়েনরাতের আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালনের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত এ আদেশ দেন। নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে আজই দেশটির পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো ভোট হওয়ার কথা।

পিটার বিরুদ্ধে নির্বাচনী আইনভঙ্গের অভিযোগে করা একটি মামলা আজ দেশটির সাংবিধানিক আদালত গ্রহণ করেন। পরে আদালত পিটার পার্লামেন্টের সদস্যপদের ওপর অস্থায়ী স্থগিতাদেশ দেন। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য পিটা ১৫ দিন সময় পাবেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন আদালত।

মামলাটিতে বলা হয়, একটি গণমাধ্যম কোম্পানিতে শেয়ার থাকায় পিটা গত ১৪ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ছিলেন। এ নির্বাচনে বিস্ময়কর সাফল্য পায় পিটার মুভ ফরোয়ার্ড পার্টি।

নির্বাচনের পর নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে ১৩ জুলাই দেশটির দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টে প্রথম ভোট হয়। এতে পিটা প্রধানমন্ত্রী হতে প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হন। ফলে প্রধানমন্ত্রী নির্বাচনে আজ আবার দেশটির পার্লামেন্টে ভোট হওয়ার কথা।

সাংবিধানিক আদালতের ঘোষণার ফলে পার্লামেন্টের আজকের ভোট বাতিল হবে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে আইনপ্রণেতারা এখনো প্রধানমন্ত্রী পদে পিটার মনোনয়ন নিয়ে বিতর্ক করছেন।


মুভ ফরোয়ার্ড পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, সাংবিধানিক আদালতের আজকের আদেশের কোনো প্রভাব পার্লামেন্টের কার্যক্রমে পড়েনি। আইন অনুযায়ী, পিটা প্রধানমন্ত্রী পদে প্রার্থী আছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top