সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


পরিস্থিতি শান্ত, ভারতের ১৫ সেনা নিহত : পাকিস্তান


প্রকাশিত:
৪ মার্চ ২০১৯ ০৮:৪৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৫

পরিস্থিতি শান্ত, ভারতের ১৫ সেনা নিহত : পাকিস্তান

কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে গত শুক্র ও শনিবার দুই দেশের মধ্যে ব্যাপক গোলা বর্ষণের ঘটনা ঘটলেও গত রাতে তা অনেকটা কম ছিল। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর এক বিবৃতির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে।



আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের ওই বিবৃতিতে জানানো হয়েছে, রোববার রাতে নেজাপীর, জানদ্রোত ও বাঘসার সেক্টরে বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণের ঘটনা ঘটলেও তা আগের দুই রাতের মতো ব্যাপক ও নিয়মিত ছিল না।




 



সামরিক বাহিনীর ওই গণমাধ্যম শাখা বলছে, ভারতীয় সেনারা কোনো কারণ ছাড়াই সীমান্তে গোলা বর্ষণ শুরু করে। প্রতিরোধের অংশ হিসেবে পাল্টা আক্রমণ চালিয়ে গোলাবর্ষণ করে পাকিস্তানের সেনারা। সশস্ত্র বাহিনীকে ওই এলাকায় বিশেষ প্রতিরোধ ব্যবস্থাসহ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।



গত শনিবার গভীর রাতে লাইন অব কন্ট্রোলে ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণের ঘটনায় পাকিস্তানের দুই সেনা নিহত হন। পাকিস্তান বলছে, ‘বিনা প্ররোচনায় সেদিন রাতে একপাক্ষিক আক্রমণ শুরু করে ভারত। পাল্টা প্রতিরোধে আমাদের দুইজন সেনা নিহত হয়েছেন।’



আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের ওই বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানি সেনারা প্রতিরোধের অংশ হিসেবে পাল্টা আক্রমণ করলে ভারতীয় সেনা নিহতসহ তাদের বেশ কিছু ঘাঁটি ধ্বংস হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, ভারতের ১৫ জন সেনা নিহত হয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top