সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্পেনের দাবানল


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৩ ২৩:১১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

 

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ আইল্যান্ডে ভয়াবহ দাবানল। ২৫০টি দমকলও তার মোকাবিলা করতে পারছে না।

কত বড় দাবানল?
২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে।

 

স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, ‘আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ঙ্কর।’

তিনি জানিয়েছেন, ‘এখন প্রথম লক্ষ্য হলো আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা।’

সর্বশেষ পরিস্থিতি
১৪টা বিমানকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসাথে ২৫০টি দমকল কাজ করছে। সেনাও আগুন নেভানোর কাজে নেমেছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে সিপ্লেন এসেছে। এগুলো থেকে জল ফেলা হয়।

টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেন, ‘রাতের দিকে আরো জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরো ছড়াবার আশঙ্কা থেকে যাচ্ছে।’


কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, ‘পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে।’

নিরাপদ আশ্রয়ে
মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে।

টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনো চালু আছে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি শুকনো দরম পড়েছিল। ফলে জঙ্গল একেবারে শুকনো হয়ে গিয়েছিল। গরমের সময় এখানে বেশ কয়েকটি দাবানল লেগেছিল। কিন্তু সেগুলো সাফল্যের সাথে নিভিয়ে ফেলা হয়। কিন্তু এবারের পরিস্থিতি রীতিমতো ভয়ঙ্কর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top