সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


চাঁদের আবহাওয়া নিয়ে যে তথ্য পাঠাচ্ছে চন্দ্রযান ৩


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৩ ২৩:০৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫০

 

চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডারে চ্যাস্টে (ChaSTE) নামের পেলোড তথ্য পাঠাতে শুরু করেছে। গত রোববার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এই পেলোডের পাঠানো তথ্য দিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে।

এই পেলোডের কাজ হলো চন্দ্র পৃষ্ঠের তাপ পরিমাপ করা। এটি এক ধরনের থার্মোমিটার। বিক্রমের গায়েই চ্যাস্টে নামক তাপমাত্রা পরিমাপক এই যন্ত্র পাঠায় ইসরো। সেই যন্ত্রের মাধ্যমে পাওয়া তথ্যই প্রকাশ করেছে ইসরো। এই তথ্যের মাধ্যমেই চাঁদের দক্ষিণ মেরুর মাটির বিভিন্ন স্তরের তাপমাত্রার তারতম্য বোঝার চেষ্টা করছেন ইসরোর বিজ্ঞানীরা।

একটি গ্রাফ প্রকাশ করে ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন স্তরে তাপমাত্রার তারতম্য ধরা পড়েছে। এই প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুর তাপমাত্রার সংক্রান্ত এমন বিস্তারিত তথ্য কোনো মহাকাশ গবেষণা সংস্থার হাতে এলো। এই তথ্য আরও বিশদ বিশ্লেষণ করে দেখছেন ইসরোর বিজ্ঞানীরা।
প্রাথমিকভাবে ইসরোর প্রকাশিত গ্রাফ দেখে বোঝা যাচ্ছে, গভীরতা অনুযায়ী চাঁদের মাটির বিভিন্ন স্তরে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে।

ল্যান্ডার বিক্রমের গায়ে লাগানো এই তাপমাত্রা পরিমাপক যন্ত্রটি মাটির ১০ সেন্টিমিটার পর্যন্ত গভীরে ঢুকতে সক্ষম। এই পরিমাপক যন্ত্রে দশটি আলাদা আলাদা সেন্সর রয়েছে৷ যা তাপমাত্রা রেকর্ড করে।

এর আগে ইসরো প্রধান এস সোমনাথ বলেছিলেন, চন্দ্রযান -৩ মিশনের বেশিরভাগ বৈজ্ঞানিক লক্ষ্যগুলি এখন পূরণ হতে চলেছে এবং আগামী ১৩-১৪ দিন এই মিশনের কার্যক্রম খুব আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবে ইসরোর বিজ্ঞানীরা।
তিনি বলেন, সব বৈজ্ঞানিক তথ্যই দারুণ মনে হচ্ছে। আমরা আগামী ১৪ দিন চাঁদ থেকে পাওয়া অনেক তথ্য পর্যবেক্ষণ করবো এবং এসময় বৈজ্ঞানিক বেশ অগ্রগতি হবে বলে আমাদের প্রত্যাশা।

প্রসঙ্গত, গত ২৩ অগাস্ট ভারতীয় এই চন্দ্রযানের চাঁদে অবতরণের পর এই প্রথম ইসরো কোনো তথ্য প্রকাশ করল। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top