সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


‘ইন্ডিয়া’ নাম বদলে হবে ‘ভারত’, সংসদের বিশেষ অধিবেশনে পাস হতে পারে প্রস্তাব!


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩৫

 

দেশের নাম বদলে ফেলতে পারে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই হিসেবে দেশটির নাম করা হতে পারে ‘ইন্ডিয়া’ থেকে ‘ভারত’। চলতি মাসের ১৮ থেকে ২২ তারিখ সংসদে বসতে চলেছে বিশেষ অধিবেশন। সেই অধিবেশনেই এ নিয়ে রেজুলেশন পাস করানো হতে পারে বলে সরকারের একটি সূত্র থেকে জানা গেছে।

মঙ্গলবার ভারতের একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনগুলোতে জানানো হচ্ছে- নাম বদলানোর বিষয়টি সামনে আসতেই হইচই শুরু হয়েছে গোটা ভারতজুড়ে। কংগ্রেসের তরফ থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে আক্রমণ করা হয়েছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজিত নৈশভোজের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। সাধারণত এই ধরনের আমন্ত্রণে লেখা হয় ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধীরা। ২৬টি দল একছাতার তলায় এসে নতুন জোট তৈরি করেছে। যে জোটের নাম দেয়া হয়েছে ‘ইন্ডিয়া’। এই নিয়ে বিরোধীদের সমালোচনাও করেছে বিজেপি। এখন দেশের নাম বদলের বিষয়টি আসায় বিরোধীরা দাবি করছে যে ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার।

বিজেপি অবশ্য এখন থেকেই এই নিয়ে আসরে নেমে পড়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা থেকে বিজেপির একাধিক নেতা দেশের নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত করার পক্ষেই সায় দিয়েছেন। বিজেপি সংসদ সদস্য হরনাথ সিং যাদব সবাইকে ইন্ডিয়ার বদলে ভারত ব্যবহার করার আবেদন করেছেন। তিনি বলেছেন, এই নাম দেশের সংস্কৃতির পরিচায়ক। সারা দেশ চাইছে ভারত নাম হোক।

সামাজিক যোগাযোগম্যধ্যমে তিনি লিখেছেন, পুরো দেশ দাবি করছে যে আমাদের ‘ইন্ডিয়া’ শব্দের পরিবর্তে ‘ভারত’ শব্দটি ব্যবহার করা উচিত। ‘ইন্ডিয়া’ শব্দটি ব্রিটিশরা কটূক্তি হিসেবে আমাদের দিয়ে গেছে। অথচ ‘ভারত’ শব্দটি আমাদের সংস্কৃতির প্রতীক। আমি চাই আমাদের সংবিধানে পরিবর্তন হওয়া উচিত এবং তাতে ‘ভারত’ শব্দটি যুক্ত করা উচিত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top