সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সংঘাতের নিন্দা জানিয়ে ইসরায়েলের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৩ ১৫:২৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৪


হামাস-ইসরায়েলের শনিবারের সংঘাতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন। পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

বাইডেন নেতানিয়াহুকে ফোনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।


নেতানিয়াহু বাইডেনকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের একটি দীর্ঘ এবং শক্তিশালী প্রচারণার প্রয়োজন। তবে ইসরায়েলই জিতবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ওয়াশিংটন বেসামরিক সম্প্রদায়সহ ইসরায়েলের বিরুদ্ধে হামাস সন্ত্রাসীদের ভয়ঙ্কর হামলার তীব্র নিন্দা জানায়। সন্ত্রাসবাদের কোনো যুক্তি নেই। আমরা ইসরায়েলের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং এই হামলায় নিহত ইসরায়েলীদের জন্য সমবেদনা জানাচ্ছি।’


বিবৃতিতে ব্লিঙ্কেন বলে, ‘আমরা আমাদের ইসরায়েলি অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখব। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’ গাজা থেকে ইসরায়েলি শহরগুলোতে হামাসের অনুপ্রবেশের ফলে ডজন ডজন নিহত এবং শতাধিক আহত হয়েছে। দেশের দক্ষিণ ও কেন্দ্রে হাজার হাজার রকেট ছোড়া হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, শনিবারের সংঘর্ষে গাজা উপত্যকার হাসপাতালে অন্তত ১৬০ জন নিহত এবং আরও ১ হাজার জনের বেশি আহত হয়েছে।

এই সংখ্যার মধ্যে সম্ভবত যারা বিমান হামলায় এবং দক্ষিণ ইসরায়েলে সৈন্যদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হয়েছিল তারা অন্তর্ভুক্ত বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। এর মধ্যে ৪০ ইসরায়েলি নিহত হয়েছে।

হামলার পর এক ভিডিও বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শনিবার ভোরে হামাসের আকস্মিক হামলার পর দেশ ‘যুদ্ধের মধ্যে’ রয়েছে। ইসরায়েলের নাগরিকরা, আমরা যুদ্ধে আছি। কোনো অপারেশনে নয়, রাউন্ডে নয়, যুদ্ধে।’

হামাস দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই হাজার ২০০ রকেট হামলার ঘটনা ঘটেছে।

হামলার পর এক ব্রিফিংয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, হামাসেরে যোদ্ধারা প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, সমুদ্র ও আকাশপথে গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছে।

আইডিএফ-এর কাছে হামলার বিষয়ে আগাম সতর্কতা ছিল কিনা সে সম্পর্কে সাংবাদিকদের বারবার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন হেচট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওপর কয়েক বছরের মধ্যে এটি হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা। অন্যদিকে গাজাতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েল বলছে, গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top