সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি


প্রকাশিত:
৭ নভেম্বর ২০২৩ ১৬:০৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪২


হিমালয় অঞ্চলের দেশ নেপালে ফের রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় বিকাল সোয়া ৪টার দিকে দেশটির পশ্চিমাঞ্চল এই ভূমিকম্পে কেঁপে উঠেছে।

একইসঙ্গে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত এবং তার প্রতিবেশি রাষ্ট্র চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের পেইন্ক শহর থেকে ছয় কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার উত্তরে নেপালের পশ্চিমাঞ্চলে।

ভূমিকম্পে আতঙ্কিত লোকজনকে দিল্লির রাস্তায় নেমে আসতে দেখা গেলেও এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এনডিটিভি বলছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৬ মিনিটের দিকে নেপালের পশ্চিমাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কেঁপে ওঠে ভারতের রাজধানীসহ আরও কয়েকটি শহর।

গত ৩ নভেম্বর নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে দেশটিতে ১৫৫ জনের প্রাণহানি ঘটে। সোমবারও নেপালের একই অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top