সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


দিওয়ালির পর দিল্লিতে বেড়েছে বায়ু দূষণ


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৩ ১২:২৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩৬


ভারতের রাজধানী দিল্লিতে দীওয়ালির উৎসব পালনের পর বাতাসে দূষণের মাত্রা আরও বেড়েছে। বিষাক্ত কুয়াশায় ছেয়ে গেছে দিল্লি। উচ্চ দূষণের মাত্রার কারণে দিল্লি সরকার আতশবাজি নিষিদ্ধ করা সত্ত্বেও রোববার গভীর রাত পর্যন্ত শহরের লোকেরা পটকা ফাটিয়েছে। খবর বিবিসির।


সপ্তাহ ধরে দিল্লির বাতাসে দূষণের মান মারাত্মক আকারে বেড়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় সরকার শিশুদের সুরক্ষার প্রয়াসে স্কুলগুলোতে শীতকালীন ছুটি ঘোষণা করেছে। যানবাহন নির্গমন এবং ধূলিকণাসহ অন্যান্য কারণে সারা বছর ধরে শহরটিতে উচ্চ মাত্রার দূষণ থাকে।


কিন্তু শীতকালে এই সমস্যা আরও খারাপ হয়। এর অন্যতম প্রধান কারণ প্রতিবেশী পাঞ্জাব রাজ্যের কৃষকরা এই সময়টায় ফসলের খড় পোড়ায়। এ সময়টায় বাতাসের গতি কম থাকায় বিষাক্ত ধোঁয়া অনেক সময় পর্যন্ত একই জায়গায় থেকে যায়। এর মধ্যে আবার আতশবাজির পোড়ানো হলে দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে শ্বাস নিতে বেশি কষ্ট হয়।

সোমবার বিকেলে, ফেডারেল সরকারের সাফার অ্যাপ অনুসারে, দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (অ্যাকিউআই) ছিল ৪৪৫, কিছু জায়গায় ৫২০-এর ওপরেও রেকর্ড করা হয়েছে। অ্যাকিউআই ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে মাঝারি মাত্রা ধরা হয়। আর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে তা খারাপ হিসেবে বিবেচনা করা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে তা খুবই খারাপ এবং ৪০০ এর বেশি হলে ‘গুরুতর’ অবস্থা হিসেবে বিবেচনা করা হয়।


ফুসফুস বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর এই বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়া দিনে ২৫-৩০টি সিগারেট খাওয়ার সমান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top