সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


বাইডেনের সমাবর্তন ভাষণ নিয়ে কৃষ্ণাঙ্গ কলেজে বিভক্তি


প্রকাশিত:
১৯ মে ২০২৪ ১৫:১৪

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০২


যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের অন্যতম প্রধান কলেজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বরণে প্রস্তুত রয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন, বাইডেনের সফর ঘিরে থাকা বিতর্ক তাঁদের সমাবর্তন অনুষ্ঠানকে ছাপিয়ে গেছে।

আজ রবিবার সূচনা বক্তব্য দেওয়ার জন্য জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের মোরহাউস কলেজে যাওয়ার কথা রয়েছে বাইডেনের। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তাঁর ভূমিকার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হওয়ায় কলেজটির ঐতিহ্য নিয়ে জটিলতা দেখা দিয়েছে।


সমাবর্তন বক্তব্যের শ্রোতারা বাইডেনের কাছে গুরুত্বপূর্ণ। কারণ আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের ফের নির্বাচিত হওয়ার জন্য কৃষ্ণাঙ্গ অধ্যুষিত জর্জিয়া খুবই গুরুত্বপূর্ণ। আর দেশটির ১০৭টি কৃষ্ণাঙ্গ কলেজের মধ্যে অন্যতম মোরহাউস কলেজ বাইডেনকে কৃষ্ণাঙ্গ যুবকদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে সম্প্রতি এই ডেমোক্র্যাট নেতার জনপ্রিয়তা প্রবলভাবে কমেছে।


গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মোরহাউস কলেজে অল্প পরিসরে বিক্ষোভ হয়েছে। তবে গত এপ্রিলে বিক্ষোভরত শিক্ষার্থীদের জবাব না দেওয়া এবং বাইডেনকে সমাবর্তন বক্তা নির্বাচিত করায় শিক্ষার্থীদের হতাশা বেড়েছে। ছাত্র ও শিক্ষকদের অনেকে বাইডেনের আমন্ত্রণ বাতিলের আহ্বানও জানিয়েছেন। তবে মোরহাউসের প্রেসিডেন্ট ডেভিড টমাস স্পষ্ট করে বলেছেন, বাইডেনই থাকছেন সমাবর্তন বক্তা।


এদিকে রবিবারের সমাবর্তনে বাইডেনকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন মোরহাউসের শিক্ষকরা। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি রয়েছে। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো নিয়ে করা নিউ ইয়র্ক টাইমস, দ্য ফিলাডেলফিয়া ইনকোয়ারার ও সিয়েনা কলেজের জরিপ বলছে, একাধিক নির্বাচনী এলাকায় তরুণ ভোটার, বিশেষ করে জর্জিয়ার ভোটার এবং তরুণ কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন পাওয়ার সর্বাত্মক চেষ্টা করছেন বাইডেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top