সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


মুসলিমদের ওপর অসন্তুষ্ট মায়াবতী


প্রকাশিত:
৬ জুন ২০২৪ ১৬:১১

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৮


লোকসভা নির্বাচনে এবার কোনো আসন পায়নি উত্তরপ্রদেশের আঞ্চলিক দল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। এ কারণে মুসলিমদের ওপর অসন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির প্রধান মায়াবতী। তিনি বলেছেন, নির্বাচনে সঠিক প্রতিনিধিত্ব দেওয়া সত্ত্বেও মুসলিম সম্প্রদায় বিএসপিকে বুঝতে পারেনি। গতকাল বুধবার এক বিবৃতিতে মায়াবতী বলেন, ভবিষ্যতে অনেক চিন্তা-ভাবনা করে মুসলিম সম্প্রদায়ের লোকদের নির্বাচনের সুযোগ দেবে তাঁর দল।


২০১৯ সালে সমাজবাদী পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে ১০টি আসন পায় মায়াবতীর দল। এবারের নির্বাচনে সর্বোচ্চ ৩৫ জন মুসলিমকে মনোনয়ন দিয়েছিল দলটি, তবে একটি আসনও জোটেনি। মায়াবতী বলেন, ‘মুসলিম সমাজ বহুজন সমাজ পার্টির গুরুত্বপূর্ণ অংশ। গত নির্বাচন এবং এবারের নির্বাচনে তাদের যথাযথ প্রতিনিধিত্ব দেওয়া সত্ত্বেও বিএসপিকে বুঝতে পারেনি মুসলিমরা।


মুসলিমদের প্রতি অসন্তুষ্টি ব্যক্ত করে তিনি আরো বলেন, এমন পরিস্থিতিতে তাঁর দল অনেক চিন্তা-ভাবনা করে ভবিষ্যতে মুসলিমদের নির্বাচনের সুযোগ দেবে, যাতে ভবিষ্যতে এবারের মতো বড় পরাজয়ের মুখে না পড়ে দলটি। এ সময় তীব্র গরমের মধ্যে ভোট আয়োজনের সমালোচনা করেন বিএসপির প্রধান। একই সঙ্গে নির্বাচন তিন অথবা চার ধাপে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top