সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


বিহারে ২৪ ঘণ্টায় বজ্রপাতে মৃত্যু ২১ জনের


প্রকাশিত:
১৩ জুলাই ২০২৪ ১৬:৫৫

আপডেট:
১৩ জুলাই ২০২৪ ১৬:৫৫

 

ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বিহারের মধুবনি জেলায়।

শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে।

এক দিনে এতজনের মৃত্যুতে স্বাভাবিকভাবেই সাড়া ফেলে দিয়েছে বিহারে। এমন ঘটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার শোক প্রকাশ করার পাশাপাশি ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, মধুবনি জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬ জনের। এরপরেই ঔরঙ্গাবাদ জেলায় বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। এই জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া পাটনায় দু’জন এবং রোহতাস, ভোজপুর, কাইমুর, সারান, জেহানাবাদ, গোপালগঞ্জ, সুপল, লক্ষ্মীসরাই এবং মাধেপুরা জেলায় একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা গেছে, একটি গ্রামে মাঠে চাষ করার সময় বজ্রপাতে দুই কৃষক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও একজনের অবস্থা আশঙ্কাজনক। ডোমরিয়া নামে অন্য একটি গ্রামে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, ভোজপুর জেলায় একটি স্কুলে বজ্রপাতে ১৮ ছাত্র আহত হয়েছে। সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। আহত ছাত্রদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ‍দু’জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্যদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এতজনের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে মৃতদের পরিবারকে চার লাখ ভারতীয় রুপি করে আর্থিক সাহায্য দেয়ার কথা ঘোষণা করেন। আহতদের জন্য সরকারি অর্থে চিকিৎসার আশ্বাস দিয়েছেন।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন নীতিশ কুমার। বজ্রপাত ও খারাপ আবহাওয়ার প্রভাব থেকে নিজেদের বাঁচাতে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ যে সমস্ত পরামর্শ জারি করে থাকে সেগুলো অনুসরণ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বজ্রপাতের হাত থেকে বাঁচতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় বাড়ির ভেতরে থাকতে বলেন তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top