সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


এবার নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান ফ্রান্সের


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৪ ১৮:০০

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৩


যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডানের পর নিজ নাগরিকদের এবার লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের আশঙ্কা ছড়িয়ে যাওয়ার পর সর্বশেষ ফ্রান্স তাদের নাগরিকদের এই সতর্ক বার্তা দিলো। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের উদ্দেশ্যে ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে। লেবানন ত্যাগের পাশাপাশি নিজ নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ফ্রান্স।


মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এ ছাড়া ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরানসহ তাদের বিভিন্ন প্রক্সিগোষ্ঠী।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গত বুধবার তেহরানে গুপ্ত হত্যার শিকার হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে ইরান ও হামাস। দুইপক্ষই এর প্রতিশোধ নেওয়ার কড়া বার্তা দিয়েছে।


হানিয়াকে হত্যার কয়েক ঘণ্টা আগে লেবাবনে হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার এবং স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের শিকার হয়। এনিয়ে হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের বার্তা দিয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top