সিডনী বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি: জয়শঙ্কর


প্রকাশিত:
৬ আগস্ট ২০২৪ ২১:৫৪

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৬

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রতিবেশী বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত। ৬ আগস্ট মঙ্গলবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে একথা বলেন জয়শঙ্কর।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্রও থাকতে পারে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে– নয়াদিল্লি তার অবস্থান স্পষ্ট করলো। শেখ হাসিনা কঠোরহস্তে বিক্ষোভ দমনের চেষ্টা করেন– যাতে শত শত মানুষ নিহত হয়, আহত হয়েছেন অসংখ্য। তার সরকার পতনের পরবর্তী সহিংসতায় এখনো অনেক মানুষ হতাহত হচ্ছেন।

এমন প্রেক্ষাপটে, লোকসভা সদস্যদের এই পরিস্থিতিতে ভারত সরকারের অবস্থান সম্পর্কে জানান। তিনি বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সাথে যোগাযোগ রক্ষা করছে, একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনীকেও সতর্ক অবস্থানে রাখা হয়েছে। 'আমাদের দেশের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে' বলে জানান তিনি।

এসময় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানতে চান, বাংলাদেশ ইস্যুতে বাইরের কোনো গোষ্ঠীর ভূমিকা নিয়ে সরকারের কাছে তথ্য আছে কি না। উত্তরে জয়ের বলেন, ভারত সরকারের কাছে শুধু এই তথ্য আছে যে পাকিস্তানের কূটনীতিকরা বিক্ষোভের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন।

বৈঠকে রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা কে সি ভানুগোপাল, জনতা দলের লাল্লান সিং, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের সুদ্বীপ বন্দ্যোপাধ্যায়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top