সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


আয়ারল্যান্ডে গুলিবিদ্ধ হয়ে নারী সাংবাদিক নিহত


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০১৯ ১৬:৪৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৯

আয়ারল্যান্ডে  গুলিবিদ্ধ হয়ে নারী সাংবাদিক নিহত

আয়ারল্যান্ডের উত্তরভাগের লন্ডনডেরি শহরে গুলিবিদ্ধ হয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। নিহত এ সাংবাদিকের নাম ম্যাক কি (২৯)। তিনি একটি দাঙ্গার খবর সংগ্রহের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন।



বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টার দিকে শহরে দায়িত্ব পালনের সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান এই নারী সাংবাদিক। খবর দ্য গার্ডিয়ানের



দ্য গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতিবার লন্ডনডেরি শহরের বেশ কিছু বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর জেরে দাঙ্গা পরিস্থিতি শুরু হয়। এ সময় ক্রেগান জেলার দিকে যাচ্ছিলেন ওই নারী সাংবাদিক।





 

তিনি ঘটনাস্থল থেকে খবর পাঠাচ্ছিলেন তার কর্মক্ষেত্রে। দাঙ্গা পরিস্থিতিকে 'উন্মাদ' বলে বর্ণনা করে একটি ছবি পোস্ট করেন ম্যাক কি। এর ঠিক ১০ মিনিট পর স্থানীয় সময় রাত ১১টার দিকে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছোড়ে। ম্যাক কি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন।



উত্তর আয়ারল্যান্ডের প্রধান কনস্টেবল মার্ক হ্যামিলটন জানিয়েছেন, লন্ডনডেরি শহরে বৃহস্পতিবার রাতে ডিসিডেন্ট রিপাবলিকানের সন্ত্রাসীরা বেশ কিছু গাড়ি ছিনতাই করে পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি হয় পুলিশের। ওই গোলাগুলির সময় বন্দুকধারীদের গুলিতে ওই সাংবাদিক নিহত হন।





 

এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ হামলার জন্য ডিসিডেন্ট রিপাবলিকানের সন্ত্রাসীদের দায়ী করছে আয়ারল্যান্ড পুলিশ।



সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দেশেটির রাজনীতিবিদরা ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন।



নিহত নারী সাংবাদিক ম্যাক কি উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের নাগরিক ছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top