সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মুলারের প্রতিবেদন ডেমোক্রেটরা লিখে দিয়েছে: ট্রাম্প


প্রকাশিত:
২০ এপ্রিল ২০১৯ ১৫:৫৭

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫২

মুলারের প্রতিবেদন ডেমোক্রেটরা লিখে দিয়েছে: ট্রাম্প

রবার্ট মুলালের প্রতিবেদনটি ডেমোক্রেটারা লিখে দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ( ১৯ এপ্রিল) টুইটারে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।



পোস্টে ট্রাম্প বলেন, প্রকৃতপক্ষে মুলারের ওই প্রতিবেদন ডেমোক্রেটরা লিখে দিয়েছে।



এসময় তিনি রবার্ট মুলারকে ‘উন্মাদ’ বলে আখ্যায়িত করেন। 



টুইটারে ট্রাম্প বলেন, উন্মাদ মুলারের প্রতিবেদনে কিছু ব্যক্তি আমার ব্যাপারে বিবৃতিটি তৈরি করেছে। এটি ট্রাম্প বিদ্বেষী ১৮ জন ক্রুদ্ধ ডেমোক্র্যাটের লেখা, যা মনগড়া ও পুরোপুরি অসত্য।



২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই সে দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ অভিযোগ করছে, রাশিয়া হ্যাকিংয়ের মধ্য দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। ২০১৭ সালের মে মাসে এ সংক্রান্ত তদন্তের দায়িত্ব পান সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। মার্চে দেশটির আইনমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি।



বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রায় সাড়ে চারশ পৃষ্ঠার মুলার-প্রতিবেদন জনসম্মুখে আনা হয়। তদন্ত প্রতিবেদনে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ মিললেও ট্রাম্প ও তার প্রচারণা শিবিরের সঙ্গে ক্রেমলিনের কোনও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। তবে মার্কিন প্রেসিডেন্টকে নিরাপরাধ বলে দায়মুক্তি দেননি তিনি। বলেছেন, ট্রাম্প অপরাধ করেছেন কিনা, তা বলা কঠিন। কংগ্রেস চাইলে এ নিয়ে নতুন করে তদন্ত করতে পারে।  



প্রতিবেদনে আরও বলা হয়েছিল, দফায় দফায় তার তদন্ত বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের প্রতিবেদনে তার তদন্ত বাধাগ্রস্ত করতে ট্রাম্পের প্রচেষ্টার ১১টি ঘটনা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ট্রাম্পের এ ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে বিবেচনা করে একে বিচারের আওতায় নিয়ে আসতে কংগ্রেসের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top