সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০১৯ ১৬:৫১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৫

পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ও নির্বাসিত নাগরিকদের ফেরত নিতে অস্বীকার করায় পাকিস্তানের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও জ্যেষ্ঠ কর্মকর্তাসহ পাকিস্তানিদের ভিসা প্রত্যাহার করা হতে পারে বলে হুশিয়ারি দেয়া হয়েছে।



শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানে কনস্যুলার কার্যক্রম অপরিবর্তিত থাকবে। কিন্তু গত ২২ এপ্রিলের ফেডারেল রেজিস্টারের প্রজ্ঞাপনে উল্লেখিত নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হতে পারে।-খবর এনডিটিভির



নির্বাসিত ও ভিসার মেয়াদোত্তীর্ণদের ফিরিয়ে নিতে অস্বীকার করা দেশগুলোকে মার্কিন আইন অনুসারে নিষেধাজ্ঞা আরোপ করা দশম দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে পাকিস্তান।



২০০১ সালে ঘানা, গায়ানা, ২০১৬ সালে গামবিয়া, ২০১৭ সালে কম্বোডিয়া, ইরিত্রিয়া, গিনি, সিয়েরা লিওন ও ২০১৮ সালে মিয়ানমার ও লাওস এই তালিকায় নাম লিখিয়েছে।



অভিবাসন ও জাতীয়তা আইনের ২৪৩(ঘ) ধারার অধীনে যেসব দেশ তাদের নাগরিককে গ্রহণ করতে অস্বীকার কিংবা বিলম্ব করবে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির নোটিশ পাওয়ার পর সেসব দেশের অভিবাসী ও অ-অভিবাসীদের ভিসা গ্রহণ করতে পারবে না পররাষ্ট্র মন্ত্রণালয়।



এদিকে পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা প্রভাব গুরুত্ব দিতে চাচ্ছে না মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের এক মুখপাত্র বলেন, পাকিস্তানে কনস্যুলার কার্যক্রম অপরিবর্তিত থাকবে। এটি হচ্ছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আলোচনার চলমান পক্রিয়ার একটি দ্বিপক্ষীয় ইস্যু।



যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি বলেন, এটা পাকিস্তানিদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলবে। এতে যেসব পাকিস্তানি যুক্তরাষ্ট্রে সফরে যেতে চান, তাদের কষ্ট বেড়ে যাবে। পাকিস্তানি কর্তৃপক্ষ মার্কিন অনুরোধ অবজ্ঞা করা বন্ধ করলেই এই জটিলতা কেটে যাবে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top