সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


নিউজিল্যান্ডে গণ-ইফতার বন্ধ, বিশেষ নিরাপত্তা থাকবে মসজিদে


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০১৯ ১৬:৫৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৭

নিউজিল্যান্ডে গণ-ইফতার বন্ধ, বিশেষ নিরাপত্তা থাকবে মসজিদে

ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলার কারণে আসন্ন রমজানে নিউজিল্যান্ডের মসজিদগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।



স্থানীয় মুসলিম কমিউনিটির নেয়া এ উদ্যোগে দেশটির পুলিশও সহায়তা করবে বলে জানা গেছে।



নিউজিল্যান্ড ইসলামিক অ্যাসোসিয়েশন ফেডারেশনের প্রধান মোস্তাফা ফারুক জানিয়েছেন, রমজান উপলক্ষে নিউজিল্যান্ডের সব মসজিদে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির মুসলিম সম্প্রদায়।





 

অন্যান্য বছরের মতো মসজিদগুলোতে এবার ইফতার আয়োজন হবে না বলেও জানান তিনি। পাশাপাশি বিভিন্ন মসজিদে পরিচালিত অমুসলিমদের দাওয়াতি কার্যক্রমও আগামী জুন পর্যন্ত স্থগিত থাকবে।



মসজিদগুলোর বিশেষ নিরাপত্তার বিষয়টি স্থানীয় মুসলিম কমিউনিটির দেখাশোনা করলেও নিউজিল্যান্ড পুলিশও এ কার্যক্রমে সহায়তা করবে বলে জানিয়েছেন ইসলামিক অ্যাসোসিয়েশন ফেডারেশনের প্রধান মোস্তাফা ফারুক


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top