সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


শ্রীলঙ্কার হামলাকারীরা ভারতে প্রশিক্ষিত


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০১৯ ১৬:৩১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩২

শ্রীলঙ্কার হামলাকারীরা ভারতে প্রশিক্ষিত

 শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় জড়িতদের অনেকেই ভারতে প্রশিক্ষণ নিয়েছিল বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কার সেনাবাহিনীর একটি শীর্ষ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এ তথ্য ছাপানো হয়েছে। খবর দ্য হিন্দুর



ইস্টার হামলার মূলহোতা জাহরান হাশমি হামলার কিছু দিন আগে থেকে দক্ষিণ ভারতে অবস্থান নিয়েছিল। হামলায় অংশ নেয়া এক নারীসহ ৯ আত্মঘাতীর অনেকেই ভারতের তামিলনাড়ুতে প্রশিক্ষণ নেন।



এদিকে জাহরান হাশমিকে ন্যাশনাল তাওহিদ জামায়াতের নেতা হিসেবে চিহ্নিত করেছেন শ্রীলঙ্কার তদন্তকারীরা। এরইমধ্যে হামলার দুদিন পর গত মঙ্গলবার হামলার দায় স্বীকার করে জড়িত ৮ হামলাকারীর ছবি প্রকাশ করে আইএস। যেখানে ছবিতে সবার মাঝে দেখা যায় জাহরানকে। তবে ওই ছবিতে অন্যদের মুখ ঢাকা ছিল।



শ্রীলঙ্কার তদন্তকারীরা বলেছেন, তারা বিষয়টিকে আইএসের দিক থেকে যাচাই করছেন। তাদের সন্দেহ হামলাকারীদের কয়েকজনকে ভারতে, সম্ভবত তামিলনাড়ু রাজ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে।



যদিও জাহরান হামলার আগে ভারতে অবস্থান করেছিলেন কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেননি ভারতীয় কর্মকর্তারা। তবে জাহরান যে ভারতীয় বংশোদ্ভূত যুবকদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রেখেছিলেন তার আলামত পেয়েছেন তারা।



ভারতের একজন শীষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, জাহরান হাশমির ফেসবুক পেজ তদন্ত করে ভারতীয় কর্তৃপক্ষ ৭ সদস্যের একটি গ্রুপের নেতাকে জাহরানের অনুসারী বলে জানতে পেরেছে।



উল্লেখ্য, গত ২১ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কার তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও দুটি স্থাপনায় সংঘবদ্ধ সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়। আহত হন আরও অন্তত ৫ শতাধিক লোক। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিসহ অন্তত ৩৮ জন বিদেশি নাগরিক রয়েছেন।



এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ৬০ জনকে আটক করেছে শ্রীলঙ্কার পুলিশ।



এদিকে গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দেশটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কায় সব ক্যাথলিক গির্জা বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ ধর্মযাজক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top