সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


এভারেস্টে ‘ট্রাফিক জ্যাম’!


প্রকাশিত:
২৫ মে ২০১৯ ০৭:১০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৪

এভারেস্টে ‘ট্রাফিক জ্যাম’!

বর্তমান বিশ্বের অন্যতম সমস্যা হলো যানজট। ঢাকা শহরেও ঘণ্টার পর ঘণ্টা গাড়ির খাঁচায় আটকে থেকে অসহায় পাখির মতো ছটফট করা নিত্যদিনের বাস্তবতা। কিন্তু যানবাহন না থেকেও এভারেস্টে ট্রাফিক জ্যাম! তবে অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি কিন্তু একদিক দিয়ে সত্য।



কারণ যানবাহন না থাকলেও একইসঙ্গে ২০০ জন পর্বতারোহী এভারেস্টের চূড়ায় উঠার চেষ্টা করায় পৃথিবীর সবচেয়ে উঁচু এ পর্বতশৃঙ্গে ট্রাফিক জ্যামের মতোই পরিস্থিতি তৈরি হয়েছে। ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এ পর্বতচূড়ায় পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে আরোহীদের।



গত বুধরার ভোরে এভারেস্টের চূড়ায় উঠতে বিভিন্ন দেশের পর্বতারোহীরা ক্যাম্প ৪ এ পৌঁছান। কিন্তু উপরে উঠার চাপ এতটাই বেশি ছিল যে বহু পর্বতারোহীকে ওই ক্যাম্পেই দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে। তাতে কয়েক জনের ধৈর্যচ্যুতির ঘটনাও ঘটেছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলানো সম্ভব হয়েছে।



নেপালের পর্যটন মন্ত্রণালয়ের লিয়াজোঁ কর্মকর্তা জ্ঞ্যানেন্দ্র শ্রেষ্ঠ বলেন, এদিন গাইডসহ প্রায় দুই শতাধিক পর্বতারোহী এভারেস্টের সমাবেশস্থলে জড়ো হন। তবে চূড়ায় পৌঁছানোর মতো আবহাওয়া খুব কম সময়ের জন্য পাওয়া যাচ্ছিলো। এজন্য অনেক পবর্তারোহীই সেখানে বিকেল পর্যন্ত আটকা পড়েন। তবে ঠিক কতজন আটকা ছিলেন তা নিশ্চিত নয়। এদের মধ্যে অনেক পর্বতারোহী পর্বতচূড়া থেকে ফিরে এসেছেন বলেও জানান জ্ঞ্যানেন্দ্র শ্রেষ্ঠ।



বসন্ত মৌসুমে রেকর্ডসংখ্যাক ৩৮১ জন পর্বতারোহীকে এভারেস্টে উঠার অনুমতি দিয়েছে নেপাল সরকার। তারা ৪৪টি দলে ভাগ হয়ে এই চূড়ায় উঠছেন। আট সদস্যের একটি শেরপার দল এ বছর পর্বতের চূঁড়ায় আরোহণের পরই দেশটি গত ১৪ মে বিশ্বের সর্বোচ্চ শিখরে আরোহণের রুট উন্মুক্ত করে দেয়।



বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতশৃঙ্গ জয় করতে প্রতিবছর শত শত পর্বতারোহী নেপালে যায়। মার্চে শুরু হওয়া এই বসন্ত মৌসুম শেষ হবে আগামী জুন মাসে।



এদিকে নেপালের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে প্রথম এভারেস্ট জয় করেন। তারপর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪০০ জন দুর্গম এই এভারেস্ট জয় করতে সক্ষম হয়েছেন।



সবচেয়ে বেশিবার মাউন্ট এভারেস্টে উঠে নিজের রেকর্ড ভেঙে ফেলেছেন ৫০ বছর বয়সী নেপালী পর্বতারোহী কামি রিতা শেরপা। ২৪ বারের মতো চূড়ায় উঠার রেকর্ডের দিন মঙ্গলবার তিনি ভারতীয় একটি পুলিশ দলের শেরপা ছিলেন।



সূত্র : এনডিটিভি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top