সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নির্বাচন যেভাবে হবে


প্রকাশিত:
২৬ মে ২০১৯ ০৬:৪৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪০

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নির্বাচন যেভাবে হবে

ব্রেক্সিট ইস্যুতে এমপিদের বোঝাতে ব্যর্থ হয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তেরেসা মে। এবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান কে হবেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।



ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দিয়েছেন বেশ কয়েকজন। তেরেসা মে আগামী ৭ জুন পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।



তেরেসা মে যে সপ্তাহে পদত্যাগ করবেন, সেই সপ্তাহেই নতুন দলীয় প্রধান নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। দলীয় ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্রাডির সঙ্গে এ বিষয়ে একমত হয়েছেন তেরেসা মে।



কনজারভেটিভ পার্টির এমপিরা প্রধানমন্ত্রী পদে লড়তে আগামী ১০ জুনের মধ্যে নিজেদের নাম জমা দিতে পারবেন।



তবে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হলে অবশ্যই পার্লামেন্টে দুই সহকর্মীর সমর্থন নিতে হবে একজন এমপিকে।



এরপর বাছাই প্রক্রিয়া শুরু হবে। বাছাইয়ে বাদ পড়তে পড়তে অবশেষে দুজন থাকবেন। তখন দলীয় সব সদস্য ভোট দিয়ে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবেন।



টোরি পার্টিতে গত বছর মার্চের হিসাব অনুসারে এক লাখ ২৪ হাজার সদস্য ছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top