সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


মুসলিমদের চমকে দিয়ে ইফতার অনুষ্ঠানে ডাচ রাজা


প্রকাশিত:
২৭ মে ২০১৯ ০৭:১০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৪

মুসলিমদের চমকে দিয়ে ইফতার অনুষ্ঠানে ডাচ রাজা

নেদারল্যান্ডসের হেগ শহরের ট্র্যান্সভালে এক কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন দেশটির রাজা উইলেম-অ্যালেক্স্যান্ডার। 



বৃহস্পতিবার (২৩ মে) ইফতার অনুষ্ঠানটিতে রাজার আগমনের বিষয়টি গোপন রাখা হয়। উইলেম-অ্যালেক্স্যান্ডারের আগমনের বিষয়টি গোপন রাখার কারণ হলো এ নিয়ে কেউ যেন ব্যতিব্যস্ত না হয়। কেউ যেন অস্বস্তি বোধ না করে।



স্থানীয় সংবাদপত্র এডি’র বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় ইংরেজি গণমাধ্যম এনএল টাইমস জানিয়েছে, তিনি হঠাৎ এই কমিউনিটি সেন্টারে উপস্থিত হন।



ডাচ রাজা হঠাৎ এলেও তাকে খাওয়াতে মোটেও সমস্যা হয়নি আয়োজকদের। কারণ তাদের কাছে অতিরিক্ত খাবার ছিল। তবে স্থানীয়দের কেউ জানতো না যে তিনি আসবেন।





 

এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকা তরুণ নাদির আব্দেল মৌমেন যখন রোজা ভাঙতে যাবেন, ঠিক তখনই রাজাকে তার পাশে বসতে দেখেন।



তিনি বলেন, আমি তো প্রথমে কথোপকথনের কোনও বিষয় খুঁজে পাচ্ছিলাম না। বুঝতে পারছিলাম না রাজনীতি নাকি অন্য কিছু নিয়ে কথা বলবো। রাজা তার মরক্কো সফর নিয়ে কথা বলে কথোপকথন শেষ করেন। এটা তার প্রথম ইফতার বলেও উল্লেখ করেন তিনি।





 

কানসু আলকুর্ট নামের আরেকজন বলেন, রাজাকে আমার পাশে বসতে দেখে আমি প্রথমে একেবারে নির্বাক হয়ে যাই। আমি কখনো ভাবিনি যে রাজার সঙ্গে আমার দেখা হবে। অথচ আজ তিনি আমার পাশে বসে ইফতার করলেন। সত্যিই বিস্ময়কর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top