সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয়: হামিদ মীর


প্রকাশিত:
৪ জুলাই ২০১৯ ০৬:৩৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৭

পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয়: হামিদ মীর

পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয় বলে মন্তব্য করলেন দেশটির বিশিষ্ট সাংবাদিক হামিদ মীর। সম্প্রতি দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির একটি সাক্ষাৎকারের সময় প্রচার বন্ধ করে দেওয়া হলে তিনি এই মন্তব্য করেন। সোমবার পাকিস্তানের ‘জিও নিউজ‘ নামের একটি বেসরকারি টিভি চ্যানেলে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হচ্ছিল৷ সাক্ষাৎকারটি নিচ্ছিলেন সাংবাদিক হামিদ মীর৷ সেই সাক্ষাৎকার শুরু হবার কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় প্রচার৷



পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিপিপি-র নেতা জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে৷ গতমাসে গ্রেফতারও করা হয় তাকে৷ তবে এখন তিনি বিশেষ জামিনে মুক্ত৷ সংসদের বাজেটপর্বে যোগ দিতে গেলে সংসদভবনের ভেতরেই তার সাক্ষাৎকার নিচ্ছিলেন আসিফ আলি জারদারি৷ পাকিস্তানের আইন অনুযায়ী, জামিনে থাকা রাজনীতিকের সাক্ষাৎকার প্রচারে কোনো বাধা নেই৷ কিন্তু এই সাক্ষাৎকারটির প্রচার শুরুর কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়৷



পরে সেই চ্যানেলের পক্ষে জানানো হয় যে, সাক্ষাৎকারটি আর দেখানো হবে না৷ হামিদ মীরের সাথে আলোচনায় সেই সাক্ষাৎকারে জারদারি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিভিন্ন আইনবহির্ভূত কার্যকলাপ নিয়ে চলমান একটি তদন্তের বিষয়ে কথা বলছিলেন৷ কিন্তু তখনই বন্ধ করে দেওয়া হয় সেই অনুষ্ঠান৷



পরে এ বিষয়ে একের পর এক টুইট করে পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন হামিদ মীর৷ তিনি বলেন, ‘‘কারা এই অনুষ্ঠানের প্রচার বন্ধ করেছেন তা বোঝা খুবই সহজ৷ এটুকুই বলব যে, পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয়৷''



বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ইতিমধ্যে এই ঘটনার নিন্দা করেছে৷ পরে হামিদ মীর আরেকটি টুইটে অনুষ্ঠান বন্ধের জন্য তাঁর দর্শকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে৷



I can only say sorry to my viewers that an interview was started and stopped on Geo New I will share the details soon but it’s easy to understand who stopped it?We are not living in a free country



— Hamid Mir (@HamidMirPAK) July 1, 2019



সূত্র: ডয়চে ভ্যালে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top