সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ট্রাম্পকে সুবিধা দিতেই হয়েছিলো রুশ হ্যাকিং-রবার্ট মুলার


প্রকাশিত:
২৫ জুলাই ২০১৯ ১৮:২৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৮

ট্রাম্পকে সুবিধা দিতেই হয়েছিলো রুশ হ্যাকিং-রবার্ট মুলার

যুক্তরাষ্ট্রের সাবেক স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার নিশ্চিত করেছেন তার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেয়া তার প্রতিবেদন কোনোভাবেই অতিরঞ্জিত নয়। এর আগে ট্রাম্প এই প্রতিবেদনকে অতিরঞ্জিত দাবি করে বক্তব্য দিয়েছিলেন। মার্কিন কংগ্রেসকে দেয়া স্বাক্ষ্যে এফবিআই এর সাবেক প্রধান দাবি করেছেন, ট্রাম্পকে সুবিধা দিতেই করা হয়েছিলো রুশ হ্যাকিং। এই গল্প বাস্তব। এটি কোনো ধরণের কল্পকাহিনী বা ধাপ্পাবাজি নয়। সিএনএন।



মুলারকে জিজ্ঞেস করা হয়েছিলো, রশান হ্যাকিং এর গল্প রকোনভাবে ধাপ্পা দেয়ার জন্য ফাঁদা হয়েছে কিনা। জবাবে মুলার বলেন, ‘এটি অবশ্যই ধাপ্পা নয়। রাশানদের বিরুদ্ধে আবার প্রমাণ আছে। আরেক কংগ্রেসম্যানের প্রশ্নের জবাবে মুলার স্পষ্টভাবে জানান, এই হ্যাকিং এর উদ্দেশ্য ছিলো ট্রাম্পকে নির্বঅচনে সুবিধা পাইয়ে দেয়া। তবে এটি না হলে অন্তত হিলারী ক্লিনটনের বিরুদ্ধে ব্যবহার করা হতো।



মুলার স্পষ্টভাবে বলেছেন এই তদন্ত কোনোভাবেই উইচ হান্টিং না। ট্রাম্পকে বেকায়দায় ফেলাও এই তদন্তের উদ্দেশ্য নয়। এর আগে নিজের প্রতিবেদনে মুলার জানিয়েছিলেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়া মধ্যস্থতা করেছিলো। এছাড়াও এক প্রশ্নের জবাবে মুলার জানান, তিনি এফবিআই এর প্রধান পদের জন্য কোনো ধরণের আবেদনই করেননি। তাকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেকে এই পদ দেন। এর পরই এক টুইট বার্তায় এই বক্তব্যের প্রতিবাদ জানান ট্রাম্প।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top