সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


উন্নাও ধর্ষণ মামলার তদন্ত ৪৫ দিনে শেষ করতে হবে: রঞ্জন গগৈর


প্রকাশিত:
২ আগস্ট ২০১৯ ০৩:৩৮

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৩

উন্নাও ধর্ষণ মামলার তদন্ত ৪৫ দিনে শেষ করতে হবে: রঞ্জন গগৈর

এক সপ্তাহের মধ্যে গাড়ি দুর্ঘটনার বিষয়টি তদন্ত করতে হবে সিবিআইকে। এ ছাড়া ধর্ষণ মামলার তদন্ত ৪৫ দিনে শেষ করতে হবে বলে গগৈর নেতৃত্বাধীন একটি বেঞ্চ আজ বলেছেন। বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট দুই বছর আগে ধর্ষণের শিকার ১৬ বছরের কিশোরী ও তাঁর পরিবারের চিঠি আমলে নিয়ে এই আদেশ দেন।



এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট আজকের মধ্যেই সিবিআই-প্রধানকে মামলার বিস্তারিত জেনে হালনাগাদ তথ্য জানাতে বলেছেন। ধর্ষণ মামলা এবং গত রোববার ঘটা গাড়ি দুর্ঘটনার বিস্তারিত তথ্য পেশ করতে বলা হয়েছে। গত রোববার গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছেন ওই কিশোরী।



আগামী শুক্রবারের মধ্যেই সুপ্রিম কোর্ট তরুণীর পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে যোগী আদিত্যনাথের সরকারকে আদেশ দিয়েছেন। এই নির্দেশে অস্বস্তিতে পড়েছে উত্তর প্রদেশ সরকার।



প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন একটি বেঞ্চ আজ বলেছেন, এক সপ্তাহের মধ্যে গাড়ি দুর্ঘটনার বিষয়টি তদন্ত করতে হবে সিবিআইকে। এ ছাড়া ধর্ষণ মামলার তদন্ত ৪৫ দিনে শেষ করতে হবে। এ ছাড়া ওই কিশোরী, তাঁর পরিবার ও আইনজীবীকে দ্রুত নিরাপত্তা দিতে আদেশ দেন সুপ্রিম কোর্ট।



 এর আগে গত ১২ জুলাই কিশোরী ও তাঁর পরিবারের তরফে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে একটি চিঠি লেখা হয়। তাতে বলা হয়েছিল, তাঁদের পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে অভিযুক্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। ওই চিঠি পৌঁছেছে সুপ্রিম কোর্টে। চার দিন আগেই ওই কিশোরী গুরুতর জখম হন দুর্ঘটনায়। তাঁর দুই স্বজন দুর্ঘটনায় মৃত। মেয়েটির পরিবারের অভিযোগ, এই দুর্ঘটনার চক্রান্ত করেছেন মামলার প্রধান অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার।



শীর্ষ আদালতের তরফে জানানো হয়, সিবিআই-প্রধান পুরো তথ্য টেলিফোনে জেনে নিয়ে তা আদালতকে জানাতে পারেন।



কিশোরীর চিঠিতে বলা হয়, ৭ থেকে ৮ জুলাইয়ের মধ্যে সেঙ্গারের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি তাদের পরিবারকে হুমকি দেয়। চিঠিতে আদালতকে অনুরোধ করা হয় ওই ব্যক্তিদের বিরুদ্ধেও যেন পুলিশ মামলা করে।



নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়, উন্নাও-কাণ্ডে কিশোরীর পরিবারের চিঠি সঠিক সময়ে পেশ না হওয়ায় গতকাল ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ। সেই ঘটনার পর আজ উত্তর প্রদেশ থেকে উন্নাও মামলা সরানোর নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে, উন্নাও মামলার শুনানি হবে উত্তর প্রদেশের বাইরে।



গগৈর নেতৃত্বাধীন বেঞ্চের রায় অনুযায়ী, একজন দায়িত্ববান সিবিআই অফিসারের উপস্থিতিতে এই মামলার রায় দেবেন সুপ্রিম কোর্ট। পাশাপাশি মামলাসংক্রান্ত যাবতীয় নথিও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন গগৈর ডিভিশন বেঞ্চ।



এ ঘটনার জেরে দল থেকে বহিষ্কার করা হয়েছে উন্নাও-কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে। ২০১৭ সালে সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top