সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


অপুষ্টিতে ভুগছে অর্ধেক ইয়েমেন


প্রকাশিত:
২ আগস্ট ২০১৯ ২২:১৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৪

অপুষ্টিতে ভুগছে অর্ধেক ইয়েমেন

২০১৫ সালে সামরিক আগ্রাসনের পর থেকে ইয়েমেন সংকট তীব্র আকার ধারণ করছে। বর্তমানে ইয়েমেনের অর্ধেক জনগোষ্ঠী খাদ্যের অভাবে অপুষ্টিতে ভুগছে। খাদ্যের উৎপাদন না হওয়ায় নাগরিকদের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। ইয়েমেনের নাগরিকরা তাদের প্রাথমিক প্রয়োজনগুলো মেটাতে ব্যর্থ হচ্ছে। প্রায় ২৫ শতাংশ মানুষ কেবল একবেলার খাবারের ব্যবস্থা করতে সক্ষম হচ্ছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের খাদ্য সহায়তা ইয়েমেনের অধিবাসীদের খাদ্য সরবরাহের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন অ্যান্ডারসন মনে করেন, ইয়েমেনের অবস্থা সংঘর্ষ শুরুর আগে থেকেই খারাপ। ৮৪ লক্ষ মানুষের জন্য এখনই জরুরী ভিত্তিতে খাবার সরবরাহ হওয়া প্রয়োজন। তিনি ইয়েমেনের খাদ্য সংকট সম্পর্কে বলেন,



"দেশের ১ কোটি ৮০ লক্ষ মানুষই ঠিকমতো খাবার পান না। তার মধ্যে ৮৪ লক্ষ মানুষের অবস্থা সবথেকে খারাপ।’"



খাদ্য সংকটের অন্যতম শিকার ইয়েমেনের শিশুরা। ফলে তাদের স্বাভাবিক বৃদ্ধি ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top