সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কাশ্মীরে কারফিউ জারী, ভারত ও পাকিস্তানের জরুরী বৈঠক


প্রকাশিত:
৫ আগস্ট ২০১৯ ২২:০৪

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৪

কাশ্মীরে কারফিউ জারী, ভারত ও পাকিস্তানের জরুরী বৈঠক

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরে যে কিছু একটা ঘটতে যাচ্ছে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল গত কয়েকদিন ধরেই। গত শনিবার হিন্দু তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রা বন্ধ করে দিয়ে পর্যটকদের দ্রুত কাশ্মীর ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় সরকার। এ ছাড়া মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা। মানুষ আতঙ্কিত হলে গোটা উপত্যকাজুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়।



এবার কাশ্মীরের পরিস্থিতি বাস্তবে রুপ নিলো। চলমান অস্থিরতার মধ্যেই গত রাতে ভারত শাসিত জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে। এছাড়াও নিজ বাড়িতে নজরদারির মধ্যে রয়েছেন সেখানকার আরেক গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও পিপলস কনফারেন্স পার্টির চেয়ারম্যান সাজাদ লোন। এদিকে সিপিএম নেতা ইউসুফ তারিগামি এবং কংগ্রেস নেতা উসমান মজিদকে গ্রেফতার করা হয়েছে। 



কাশ্মিরের বাসিন্দাদের বিশেষ সাংবিধানিক অধিকার বাতিলের আশঙ্কার মধ্যে রাজ্যের বহু স্থানে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট, নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। 



সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা উল্লেখ করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্পর্শকাতর এলাকায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। রবিবার মধ্যরাত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে শ্রীনগর জেলায়। 



নরেন্দ্র মোদীর জরুরী বৈঠক



এদিকে রবিবার দিল্লিতে শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘণ্টাব্যাপী ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজিব গাউবাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার কাশ্মির ইস্যুতে নিজের বাসভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় ওই বৈঠক শুরুর কথা রয়েছে।



ইমরান খানের জরুরী বৈঠক



ভারত অধিকৃত কাশ্মির ইস্যুতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির সাথে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ বৈঠকে অংশ নেন। আজাদ কাশ্মিরের মুখ্যমন্ত্রী, কাশ্মির বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক বিশেষ সহকারীও বৈঠকে উপস্থিত ছিলেন। 



 ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখার কাছাকাছি বসবাসরত জনগণের বিরুদ্ধে ভারতীয় সেনারা গুচ্ছবোমা ব্যবহার করেছে। এমন অভিযোগে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির এ বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী ইমরান খান। বেসামরিক জনগণের ওপর গুচ্ছবোমা ব্যবহারের ঘটনায় এ বৈঠক থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top