সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


সুদানে ভয়াবহ বন্যা, ৬২ জনের প্রাণহানি


প্রকাশিত:
২৬ আগস্ট ২০১৯ ২২:৫১

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:২১

সুদানে ভয়াবহ বন্যা, ৬২ জনের প্রাণহানি

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ সুদানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৬২ জন মারা গেছেন। গত জুলাই থেকে দেশটিতে প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে ১৫টি রাজ্যের দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সোমবার এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।



সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকা। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।



অক্টোবর মাস জুড়েও বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে। একারণে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বন্যায় ঘরহারা লোকজনদের জন্য ওয়াদ রামলিসহ বেশকিছু এলাকায় আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top