সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বলিভিয়াতেও পুড়ছে পৃথিবীর ফুসফুসখ্যাত মহাবন আমাজন


প্রকাশিত:
২৭ আগস্ট ২০১৯ ২২:৪৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩২

বলিভিয়াতেও পুড়ছে পৃথিবীর ফুসফুসখ্যাত মহাবন আমাজন

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের আমাজন বনাঞ্চলে আগুনের ঘটনায় বিশ্বের মনোযোগের মধ্যে এই বনাঞ্চলের বলিভিয়ার অংশেও আগুন জ্বলছে। ইতিমধ্যে দেশটির ১৮ লাখ একর বা সাত হাজার ২৮৪ বর্গকিলোমিটার এলাকার বনাঞ্চল পুড়ে গেছে। এসব অগ্নিকাণ্ডের জন্য অনিয়ন্ত্রিতভাবে আগুন লাগানোকেই দায়ী করছেন পরিবেশবাদীরা। সোমবার দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস জানিয়েছেন, চার হাজার সরকারি কর্মী স্বেচ্ছাসেবক অগ্নিকাণ্ড মোকাবিলায় কাজ করছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা- বিআইএ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে রবিবার পুনর্নিবাচনের প্রচারণা বাতিল করেন প্রেসিডেন্ট।



গত ১৫ আগস্ট থেকে জ্বলছেদুনিয়ার ফুসফুসখ্যাত ব্রাজিলের আমাজন জঙ্গল। এরমধ্যেই গত বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে নতুন করে আমাজনের এক হাজার ২০০টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স জানিয়েছে, ২০১৯ সালে পর্যন্ত প্রায় ৭৪ হাজার দফায় অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বনভূমি। আগের যে কোনও সময়ের চেয়ে এবারের আগুন সবচেয়ে ভয়াবহ। আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় ব্রাজিলের উগ্র ডানপন্থী বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জেইর বলসোনারো- নীতিকে দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়। বন পুড়ে বাণিজ্য সম্প্রসারণের নীতির জন্য নিজ দেশের পরিবেশবাদীদের কাছেও তোপের মুখে পড়েছেন তিনি। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে ব্রাজিল সরকারের নিষ্ক্রিয়তার ঘটনায় দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দেয় ইউরোপীয় ইউনিয়ন। ব্রাজিলিয়ান অর্থনীতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে অন্য দেশগুলো। উদ্ভূত পরিস্থিতিতে চাপের মুখে শনিবার আমাজনে সেনা মোতায়েন করে বলসোনারো সরকার।



এরই মধ্যে প্রতিবেশি বলিভিয়াতেও আমাজন বনাঞ্চলে আগুনের ঘটনা জানা গেল। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্স (আইএনপিই) জানিয়েছে, আগস্টে বলিভিয়ার আমাজনে ১৩ হাজার ৩৯৬টি আগুনের ঘটনা ঘটেছে। আগের মাসের চেয়ে এই সংখ্যা ৪২২ শতাংশ বেশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিল প্যারাগুয়ে সীমান্তবর্তী বলিভিয়ার আমাজন বনাঞ্চলে আগুন জ্বলছে।



সোমবার বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস এক টুইট বার্তায় লেখেন, ‘আমাদের মাতৃ গ্রহের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আমাদের ছাড়া সে টিকে থাকতে পারে কিন্তু আমরা তাকে ছাড়া টিকে থাকতে পারবো না। লা চিকুইতানিয়া অঞ্চলে আগুনের ক্ষয়ক্ষতি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের পরিবেশকে ঝুঁকির মুখে ফেলেছে।  আমরা শক্তিশালী আর আত্মমর্যাদাসম্পন্ন দেশ, আমরা এক সঙ্গে লড়াই করে ইতিহাসে বহু চ্যালেঞ্জ অতিক্রম করেছি। ঐক্যবদ্ধভাবে আমরা এই চ্যালেঞ্জও মোকাবিলা করবো



বলিভিয়াসহ লাতিন আমেরিকার আটটি দেশ জুড়ে বিস্তৃত অ্যামাজন। যদিও এর বেশিরভাগ অংশই পড়েছে ব্রাজিলে।এই বনাঞ্চল বিশ্বের মোট ২০ শতাংশ অক্সিজেনের যোগান দেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকরা রাখে।



রবিবার এক সংবাদ সম্মেলনে বলিভিয়ার প্রেসিডেন্ট জানান, সরকার বিশ্বের অন্যতম বড় বিমান বোয়িং ৭৪৭ সুপারট্যাংকার ভাড়া করেছে আর এছাড়াও অপেক্ষাকৃত আরও ছোট বিমান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে ইভো মোরালেস জানান, পূর্বাঞ্চলীয় রোবোর এলাকায় আগুন প্রায় ৭০ শতাংশ কমে গেছে। তবে অন্য এলাকায় বাতাসের কারণে আগুন বাড়ছে বলেও জানান তিনি। অগ্নিকাণ্ড মোকাবিলায় বিদেশি সহায়তা নিতে প্রস্তুত থাকার কথাও জানান তিনি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top