সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


হারিয়ে যাওয়া ফ্লাইট এমএইচ৩৭০-র অনুসন্ধান ফের শুরু হতে পারে


প্রকাশিত:
৩০ মে ২০১৮ ১২:২৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩৬

হারিয়ে যাওয়া ফ্লাইট এমএইচ৩৭০-র অনুসন্ধান ফের শুরু  হতে পারে

মালয়েশিয়ার হারিয়ে যাওয়া ফ্লাইট এমএইচ৩৭০-র অনুসন্ধান ফের শুরু করা হতে পারে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি জানিয়েছেন, ওই বিমানের বিষয়ে নতুন কোনও প্রমাণ পাওয়া গেলে এ অনুসন্ধান শুরু হবে। খবর স্ট্রেইট টাইমসের।



 



বুধবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মাহাথির বলেন, আমরা খুঁজে পাচ্ছি না, এমন একটি জিনিসের জন্য অনুসন্ধান এক পর্যায়ে বন্ধ করতে হয়। যদি আমরা নতুন কোনও তথ্য পাই, তাহলে ফের অনুসন্ধান শুরু করতে পারি।



 



মাহাথির বলেন, যদি কেউ এ বিষয়ে তথ্য দিতে পারে তাহলে নতুন সরকার বিমান খোঁজার অভিযান ফের শুরু করবে। তবে আপাতত ওই অভিযান বন্ধ করতে হবে।

 



 



মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনায় আমরা দুঃখিত। আমরা নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়স্বজনদের অনুভূতি বুঝতে পারি। কিন্তু আমরা এমএইচ৩৭০-কে খোঁজা সারাজীবন অব্যাহত রাখতে পারি না।



 



এর আগে ব্যক্তি অর্থায়নে ওই বিমানের ধ্বংসাবশেষ খোঁজার একটি অভিযান মঙ্গলবার শেষ হয়েছে। ওশেন ইনফিনিটি অব হাউসটন নামের কোম্পানিটি জানিয়েছে, তারা ওই বিমানের কোনও ধ্বংসাবশেষ খুঁজে পায়নি।



 



উল্লেখ্য, ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংয়ে যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ উড়োজাহাজটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top