সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


৪ বছরের প্রিন্স জর্জের ওপর হামলার ষড়যন্ত্রের স্বীকারোক্তি


প্রকাশিত:
১ জুন ২০১৮ ১৪:৩৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:২৬

৪ বছরের প্রিন্স জর্জের ওপর হামলার ষড়যন্ত্রের স্বীকারোক্তি

ব্রিটিশ রাজপরিবারের চার বছরের রাজপুত্র প্রিন্স জর্জের ওপর হামলার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে হাসনাইন রশিদই নামে সলামিক স্টেটের (আইএস) এক সমর্থক। মূলত নিজে হামলার চেষ্টা না করলেও সম্ভাব্য হামলাকারীদের প্রিন্স জর্জের ওপর হামলা চালাতে উৎসাহিত করার কথা স্বীকার করেছেন।



প্রায় দুই সপ্তাহ ধরে আদালতে তার সে হামলা ষড়যন্ত্রের বিচার চলছে। এক পর্যায়ে রশিদ বৃহস্পতিবার দোষ স্বীকার করেন। আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় আগামী ২৮ জুন তার সাজা ঘোষণা করা হবে।



ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারীকে হত্যার প্রচারণার এ ঘটনার পর টনক নড়ে ব্রিটিশ পুলিশের। জানা যায়, ‘লোন উলফ’ ছদ্মনামে অনলাইনে তিনি তিন লাখেরও বেশি প্রচারবার্তা ছড়িয়েছেন। গত বছর নভেম্বরে ইংল্যান্ডে নিজ বাসা থেকে তিনি গ্রেফতার হন।



প্রিন্স জর্জ গত বছর অক্টোবরে দক্ষিণ-পশ্চিম লন্ডনের বিয়াত্রিসা থমাস স্কুলে ভর্তি হওয়ার পরই তাকে হত্যার টার্গেট করার আহ্বান জানিয়েছিলেন রশিদ। স্কুলের পূর্ণ ঠিকানা দিয়ে একটি পোস্টে তিনি লেখেন, “এমনকি রাজপরিবারকেও ছেড়ে দেওয়া হবে না। স্কুল আগেভাগেই শুরু হল।”



আইসক্রিমে বিষ প্রয়োগ এবং ফুটবল স্টেডিয়ামে হামলা করতেও রশিদ তার সমর্থকদের উৎসাহিত করেছিলেন।



ওয়েব ডিজাইনার হাসনাইন রাশিদের সঙ্গে যোগাযোগ ছিল সিরিয়ার এক আইএস কর্মীর। তারা বিস্ফোরক তৈরি এবং গুলি করে বিমান ভূপাতিত করার মত বিষয়গুলো নিয়ে তথ্য আদান-প্রদান করতেন।



Share this:


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top