সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বোমা বিস্ফোরণের মাধ্যমে সন্তানসহ আত্মঘাতী হলেন বাগদাদী: ট্রাম্প


প্রকাশিত:
২৮ অক্টোবর ২০১৯ ২২:১০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩২

বোমা বিস্ফোরণের মাধ্যমে সন্তানসহ আত্মঘাতী হলেন বাগদাদী: ট্রাম্প

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক:  জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদী শনিবার সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন সামরিক অভিযানে নিহত হয়েছেন। তবে তিনি মার্কিন সৈন্যদের গুলিতে নয়, তিনি ধরা খাওয়ার শেষ মূহুর্তে বোমা বিস্ফোরণের মাধ্যমে আত্মঘাতী হয়ে মারা যান।   সময় তার সাথে তিন সন্তান দুই স্ত্রীও প্রাণ হারান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে সব তথ্য জানান।



ট্রাম্প জানান, নিহত হওয়ার ১৫ মিনিটের মাথায় বাগদাদীর ডিএনএসহ অন্যান্য পরীক্ষা করে আইএস প্রধানের মৃত্যু নিশ্চিত করা হয়। ছাড়া বাগদাদীর নিহতের খবর সিরিয়া, ইরাক ইরানের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। বিবিসি, সিএনএন, ডেইলি মেইল।



শনিবার সিরিয়া-ইরাক সীমান্ত থেকে শত মাইল দূরের ইদলিব প্রদেশে অভিযান চালায় মার্কিন সামরিক বাহিনী। অবস্থান নিশ্চিত করে প্রশিক্ষিত কুকুর লেলিয়ে দেওয়া হয় বাগদাদীর বাড়িতে। সে সময় পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় আইএস প্রধান। ধরা খাওয়ার আগ মুহূর্তেই নিজের তিন সন্তানসহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আলোচিত এই সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। এর আগে মারা যান তার দুই স্ত্রী।



আইএস প্রধান আবু বকর আর-বাগদাদীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আল-বাগদাদীর নির্মম মৃত্যু হয়েছে। তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষিত কুকুরের ধাওয়ায় তিন সন্তানকে নিয়ে একটি টানেল দিয়ে পালানোর চেষ্টা করে। ওই টানেল দিয়ে সে বাড়ির বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ধরা পড়ে যায়। ধরা খেয়েই সে হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করেন। টানেল দিয়ে বাড়ির শেষ মাথায় পৌঁছে আর উপায় না দেখে আল-বাগদাদী তার সন্তানদের নিয়ে সুইসাইড ভেস্ট (শরীরে বাধা বিস্ফোরক) বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। এতে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।



ট্রাম্প আরও বলেন, বিস্ফোরণের ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থল পরীক্ষা করে আল-বাগদাদীর মৃত্যু নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী। শনিবার সিরিয়া-ইরাক সীমান্ত থেকে শতাধিক মাইল দূরের ইদলিব প্রদেশে অভিযান চালায় মার্কিন সেনারা। কিন্তু তাকে ধরার আগেই সে সন্তানসহ আত্মঘাতী হয়। অভিযানে তার দুই স্ত্রীরও মৃত্যু হয়েছে। তাদের শরীরেও সুইসাইড ভেস্ট পরা ছিল। তবে তা বিস্ফোরিত হয়নি।



শনিবার রাতে অভিযানটি শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেন, ‘এইমাত্র বিরাট কিছু একটা ঘটল!’ প্রায় এক সপ্তাহ আগে ট্রাম্প অভিযানটির অনুমতি দিয়েছিলেন। শনিবার মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের ওপরে উড়ছে রকম প্রতিবেদন পাওয়ার পর, অভিযানের বিষয়ে জ্ঞাত পেন্টাগনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অতি গোপনীয় ওই অভিযানের লক্ষ্যস্থলই ছিল বাগদাদী। মার্কিন বাহিনী একটি কম্পাউন্ডে প্রবেশ করার পর সংক্ষিপ্ত বন্দুক লড়াইও হয়।



অভিযানটির বিষয়ে জ্ঞাত সূত্রগুলোর ভাষ্যমতে, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে বাগদাদীর অবস্থান নিশ্চিতের পর জয়েন্ট স্পেশাল অপারেশন্স কমান্ডেরডেল্টা টিমবাগদাদীকে মারার শীর্ষ পর্যায়ের অভিযানটি চালিয়েছে। বিশেষ অভিযানের সেনারা যে জায়গায় অভিযান চালিয়েছে কিছুদিন ধরেই তা নজরদারির মধ্যে ছিল।



সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে এক জঙ্গি উপদলের কমান্ডার গণমাধ্যমকে জানান, শনিবার মধ্যরাতের পর চালানো এক অভিযানে বাগদাদী নিহত হয়েছে বলে বিশ^াস করা হচ্ছে। তুরস্ক সীমান্তের কাছে ব্রিশা গ্রামে চালানো অভিযানটিতে হেলিকপ্টার, যুদ্ধবিমানের পাশাপাশি স্থলবাহিনীও ছিল। তারা সংঘর্ষে জড়িয়েছিল বলেও জানিয়েছেন তিনি।



ইরাকের দুই নিরাপত্তা সূত্র দুই ইরানি কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদী নিহত হয়েছেন বলে সিরিয়ার ভেতর থেকে নিশ্চিত খবর পেয়েছেন তারা। এদের মধ্যে ইরানি এক কর্মকর্তা বলেন, বাগদাদীর নিহত হওয়ার খবর ইরানকে অবহিত করেছেন সিরিয়ার কর্মকর্তারা। ছাড়া তারা ঘটনাস্থল থেকেও খবরটি পেয়েছেন।



আইএসের এই নেতা প্রথমবারের মতো আলোচনায় আসেন ২০১৪ সালে। ওই সময় তিনি সিরিয়া এবং ইরাকের বিস্তৃত কিছু অঞ্চল নিয়ে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেন। তখন থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আইএসের হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top