সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বাগদাদির লাশ সাগরে ভাসিয়ে দেয়া হয়েছে: মার্কিন সেনাবাহিনী


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০১৯ ০০:২৫

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৮

বাগদাদির লাশ সাগরে ভাসিয়ে দেয়া হয়েছে: মার্কিন সেনাবাহিনী

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক:  জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর তাঁর লাশ সাগরে সমাহিত করা হয়েছে বলে দাবি করছে মার্কিন সেনাবাহিনী। তবে কখন ও সমুদ্রের কোথায় লাশটি সমাহিত করা হয়েছে, তা জানা যায়নি। পেন্টাগন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।



এর আগে গত শনিবার সিরিয়ায় একটি গোপন আস্তানায় মার্কিন সেনাবাহিনীর অভিযানের সময় বাগদাদি তাঁর সন্তানদের নিয়ে আত্মঘাতী হন বলে এক ঘোষণায় দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলে বলেছেন, সৈন্যরা বাগদাদির ওই ভবন থেকে দুই বন্দিকে উদ্ধার করেছে। এছাড়া ডিএনএ পরীক্ষার জন্য একটি সুরক্ষিত এলাকায় নিয়ে যাওয়া হয় বাগদাদির মরদেহ। পরে ওই মরদেহ বাগদাদির বলে নিশ্চিত করা হয়। এর পরই লাশগুলো সমুদ্রে ফেলে দেওয়ার কথা জানায় মার্কিন বাহিনী।



জানা যায়, মার্কিন সেনাবাহিনীর হাতে ধরা না দিয়ে তিন ছেলেমেয়েসহ আত্মঘাতী হন বাগদাদি। এরপর তার লাশ সাগরে ফেলে দেয় মার্কিন সেনারা। তবে কোন সমুদ্রে তার লাশ ফেলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানি তারা। মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মাইলি বলেছেন, তাঁর দেহাবশেষের শেষ কাজ সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ এবং যথাযথভাবে পরিচালিত হয়েছে।



এর আগে ২০১১ সালের ২ মে পাকিস্তানে অভিযান চালিয়ে সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার দাবি করে তৎকালীন ওবামা প্রশাসন। সে সময়ও তাঁর লাশের হদিস নিয়ে প্রশ্ন ওঠে। সে সময় বলা হয়, লাদেনের লাশ সাগরে সমাহিত করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top