সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


জঙ্গি গোষ্ঠী আইএস নেতা বাগদাদির বোন আটক


প্রকাশিত:
৬ নভেম্বর ২০১৯ ০০:০৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৭

জঙ্গি গোষ্ঠী আইএস নেতা বাগদাদির বোন আটক

প্রভাত ফেরী ডেস্ক: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু বকর আল বাগদাদির বোনকে আটক করেছে তুরস্ক। সোমবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহর থেকে বাগদাদির বোন রাসমিয়া আওয়াদকে (৬৫) আটক করা হয়েছে বলে এক শীর্ষ তুর্কি কর্মকর্তা নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।



বিষয়ে তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সিরিয়ার আজাজে অভিযানের সময় একটি কন্টেইনারের ভেতর থেকে আটক করা হয় সাবেক আইএস প্রধানের বোন রাসমিয়া, তার স্বামী আরেক আত্মীয়কে। তার সাথে তার ৫ সন্তানও ছিলো।



ওই কর্মকর্তা বলেন, বাগদাদীর আটক স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি, তাদের কাছ থেকে আইএসের অভ্যন্তরীণ কার্যক্রমের খবর জানা যাবে।



গত মাসে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে মার্কিন স্পেশাল ফোর্সেসের অভিযানের মুখে আত্মঘাতী হন বাগদাদি। এরপর একটি অডিও টেপে আইএস তাদের নেতা বাগদাদির মৃত্যু নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top