সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


বুরকিনা ফাসোতে সোনার খনিতে হামলা, নিহত ৩৭


প্রকাশিত:
১০ নভেম্বর ২০১৯ ০১:৫৯

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:২৩

বুরকিনা ফাসোতে সোনার খনিতে হামলা, নিহত ৩৭

প্রভাত ফেরী ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে একটি সোনার খনির কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। এ হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।  বুধবার দেশটির কর্তৃপক্ষ  এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। 



গত ১৫ মাসে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সেমাফোর কর্মীদের ওপর এ নিয়ে তিনবার ভয়াবহ হামলার ঘটনা ঘটল। স্থানীয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে জিহাদি গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করে চলছে। সেখানে এসব বিদ্রোহীদের হামলায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে।



সোনার খনিটি কানাডার সেমাফো কোম্পানি পরিচালনা করে বলে জানা গেছে। এক বিবৃতিতে সেমাফো জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় অ্যাস্টেতে অবস্থিত খনিতে সামরিক পাহারায় পাঁচটি বাসে করে কর্মীদের নেওয়ার সময় হামলাটি হয়।  

 সেমাফোর মালিক আরো জানিয়েছেন, পাঁচটি বাসে করে খনি কর্মীদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল সেনাবাহিনী। বোনগৌ স্বর্ণের খনি থেকে ৪০ কিলোমিটার দূরে ওই বাসগুলোর ওপর হামলা চালানো হয়ে। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে।



অ্যাস্টের গভর্নর দফতর থেকে জানানো হয়, সশস্ত্র ব্যক্তিরা সেমাফোর কর্মীদের বহনকারী একটি গাড়িবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালিয়েছে। এতে অন্তত ৩৭ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



ওই হামলায় খনির কার্যক্রমে কোনো ধরনের সমস্যা হয়নি। সেখানকার লোকজন নিরাপদ রয়েছে। বুরকিনা ফাসোতে দুটি খনি রয়েছে সেমাফোর। গত বছর এগুলোতে দু'বার ভয়াবহ হামলা চালানো হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top