সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, ৫ জনের মৃত্যু, আহত ৩০০


প্রকাশিত:
৯ নভেম্বর ২০১৯ ১৮:২০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪০

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, ৫ জনের মৃত্যু, আহত ৩০০

প্রভাত ফেরী ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০০ জন। শুক্রবার (৮ নভেম্বর) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।



মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের হাসত্রুদ শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত ২টা ৩০ মিনিটের কিছু সময় আগে ভূমিকম্পটি আঘাত হানে।  এই ভূমিকম্পের উৎপত্তি স্থল রাজধানী তেহরান থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী দেশটির পূর্বাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে।



ভূমিকম্পের প্রভাবে আলবর্জ পাহাড় কমপক্ষে ৪০ বার কেঁপে ওঠে। আতংকিত হয়ে স্থানীয় অধিবাসীরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যান। সে সময় হতাহতের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৩১২ জন আহতের মধ্যে মাত্র ১২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে এই ভূমিকম্পে ইরানে কমপক্ষে ৩০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।



ভূমিকম্পে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে প্রেস টিভি। ভূমিকম্প থেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজারবাইজান কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ভূমিকম্প আঘাত হানলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 



এর আগে, ২০১৭ সালে ইরানে এক ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়েছিল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top