সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


মোদি সংখ্যালঘু নির্যাতনকারী : অরুন্ধতী


প্রকাশিত:
৭ জুন ২০১৮ ০৬:০৩

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৩

মোদি সংখ্যালঘু নির্যাতনকারী : অরুন্ধতী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংখ্যালঘু নির্যাতনকারী হিসেবে আখ্যা দিলেন লেখিকা এবং মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়। গতকাল ৫ জুন বিবিসিকে দেওয়া এক স্বাক্ষাতকারে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, ভারতে মুসলিমদের একঘরে করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে মানুষকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। মোদি ভারতের সকল প্রতিষ্ঠান কুক্ষিগত করে ফেলেছে বলেও দাবি করেন এই লেখিকা। অরুন্ধতী রায় মূলত তার সর্বেশেষ বই, ‘দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস’ নিয়ে কথা বলতেই মুখোমুখী হন বিবিসি নিউজ নাইটে।



ভারতের মানবাধিকার নয়ে সবসময় সরব থাকা অরুন্ধতী বলেন, ভারতে সঙ্ঘাতের মাত্রা ভয়ানক হারে বাড়ছে। কাশ্মিরের একটি ছোট্ট শিশুর হত্যা-ধর্ষণের কথা আমরা সবাই জানি। কিন্তু জানেন কি, সেখানে এই ধর্ষকদের পক্ষেও মিছিল হয়েছে, নারীদেরও অংশগ্রহণ ছিল সেখানে। ফলে সেখানে বিভক্তির মাত্রা রক্তাক্ত পর্যায়ে যাচ্ছে প্রতিনিয়ত।



তিনি মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করতে যেয়ে বলেন, “ট্রাম্পের সাথে মোদির তফাত বুঝতে গেলে; আপনি যদি ট্রাম্পের দিকে তাকান, দেখবেন সে যতই নিয়ন্ত্রণের বাইরে চলে যাক, তাকে নিয়ে সবাই বেশ চিন্তিত। সেদেশের মিডিয়া বলেন, কিংবা বিচারবিভাগ বা তার জনগণ। আর এখানে ভারতে সব কিছুই মোদির পক্ষে চলে যাচ্ছে, সবভাবেই।”



অরুন্ধতী এমন একসময়ে এসব কথাবার্তা বলছেন, যখন ভারতের সবজায়গায় “ভারতের শত্রু” দের কচুকাটা করা হচ্ছে। গতিনের আগের দিনেও, সেখানে পাঁচজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে।



অন্যদিকে অরুন্ধতীর এই সাক্ষাৎকার ভারতকে এবং মোদি সরকারকে ছোট করার জন্যেই নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিজেপি মুখপাত্র ড. সম্বিত পত্র। তিনি বলেন, ভারতকে সারাবিশ্বের নিকট ছোট করে দেখানোই অরুন্ধতীর কাজ। অথচ ভারত তার নিজস্ব গতিতে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top