সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


ইরানে বিক্ষোভ : এবার খামেনির পদত্যাগ দাবি


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২০ ২২:১৩

আপডেট:
১৪ জানুয়ারী ২০২০ ২৩:৪৯

আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী  ছবি: রয়টার্স

প্রভাত ফেরী ডেস্ক: ইউক্রেনের উড়োজাহাজ ভূপাতিতের কথা ইরান স্বীকার করে নেওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছে দেশটির সাধারণ জনগণ। শনিবার থেকে রাজধানী তেহরানে শুরু হয়েছে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ। এবার বিক্ষোভকারীরা খোদ আয়াতুল্লাহ আলি খামেনিরর পদত্যাগ দাবি করেছেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সবচেয়ে ক্ষমতাধর এ ব্যক্তির পদত্যাগ দাবি করাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন। তার এ সমর্থন বিক্ষোভকে আরও উসকে দিতে পারে বলে মনে করা হচ্ছে। আল-জাজিরা।

বিক্ষোভকারীরা দুটি বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে। বিক্ষোভকারীরা শরিফ বিশ্ববিদ্যালয় এবং আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন। প্রথমদিকে তারা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশ করেন। কিন্তু সন্ধ্যার দিকে বিক্ষোভ ক্ষোভে ছড়িয়ে পড়ে।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে শত শত বিক্ষোভকারীদের ‘পদত্যাগ চাই, পদত্যাগ করুন’ স্লোগান দিতে দেখা গেছে। ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের সমাবেশ থেকে ‘উগ্রবাদী’ স্লোগান দেওয়ার পর বিক্ষোভকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় ইরান পুলিশ।

বিক্ষোভ-সমাবেশে শিক্ষার্থীরা ইরান সরকারকে ‘মিথ্যাবাদী’ বলে স্লোগান দেয় এবং উড়োজাহাজ ভূপাতিত করার ঘটনায় দায়ীদের পদত্যাগ ও বিচারের দাবি জানায়।

ট্রাম্প ইংরেজি এবং ফারসি ভাষায় দুটি টুইট করেছেন। টুইটার বার্তায় তিনি লিখেছেন, ইরানের সাহসী ও ভুক্তভোগী জনগণকে, আমি রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণের শুরু থেকেই আপনাদের পাশে আছি এবং আমার প্রশাসন আপনাদের সমর্থন দিয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা আপনাদের প্রতিবাদ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আপনাদের সাহস আমাদের অনুপ্রেরণা জোগায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের টুইটার অ্যাকাউন্ট থেকে বিক্ষোভের ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, আয়াতুল্লাহর শাসন ব্যবস্থার মিথ্যাচার, ব্যর্থতা এবং নিষ্ঠুরতার বিরুদ্ধে ইরানি জনগণ তাদের প্রতিবাদ চালিয়ে যাবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top