সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


কেরালা, পাঞ্জাব এবং রাজস্থানের পর পশ্চিমবঙ্গেও সিএএবিরোধী প্রস্তাব পাস


প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২০ ২১:৫৯

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৩

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: ভারতের কেরালা, পাঞ্জাব এবং রাজস্থানের পর এবার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী প্রস্তাব পাস করল পশ্চিমবঙ্গের বিধানসভা। এ নিয়ে পশ্চিমবঙ্গ হলো এই প্রস্তাব পাস করানো চতুর্থ রাজ্য। এরপর তেলঙ্গানাও এই প্রস্তাব পাস করাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। এনডিটিভি।

সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় সিএএবিরোধী প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রস্তাবে বলা হয়, ধর্মের ভিত্তিতে এই আইন তৈরি হয়েছে। সে কারণে এর বিরোধিতা করা হচ্ছে। বাম ও কংগ্রেস পার্টি আগেই জানিয়েছিল, তারা সিএএবিরোধী প্রস্তাব সমর্থন করবে। শেষে তাদের সমর্থনেই প্রস্তাব পাস হয়।

দীর্ঘদিন ধরে সিএএবিরোধী আন্দোলন চালিয়ে আসছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিএএ নিয়ে তার আপত্তির কথা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জানিয়েছিলেন তিনি। সিএএ কিছুতেই প্রত্যাহার করা হবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঁশিয়ারি দেওয়ার পরই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা প্রস্তাবটি পাসে বদ্ধপরিকর হন।

এনডিটিভি জানায়, গতকাল রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমাদের রাজ্যে সিএএ, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) আর জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) করার অনুমতি দেব না। মানুষ আতঙ্কে আছেন। সব ধরনের নথির জন্য লাইনে দাঁড়িয়ে হয়রান হচ্ছেন। এ লড়াই শুধু সংখ্যালঘুদের না। আমার হিন্দু ভাই-বোনদের কাছে আমি কৃতজ্ঞ, তারা সামনে থেকে এ লড়াইটা লড়ছেন।’

শান্তিপূর্ণভাবেই আন্দোলন জারি রাখা হবে বলে জানিয়েছেন মমতা। তা ছাড়া নাগরিকদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ‘সিএএ অনুযায়ী মানুষ বিদেশি হিসেবে চিহ্নিত হবেন। এটি ভয়ঙ্কর খেলা। তাই ওদের (বিজেপি) ফাঁদে পা দেবেন না।’ ভারতজুড়ে সিএএ’র পাশাপাশি এনআরসি নিয়ে এখনও আন্দোলন তুঙ্গে। বিভিন্ন রাজ্য এ আইন কার্যকর না করার ঘোষণা দিচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top