সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


করাচিতে ৫ তলা ভবন ধসে নিহত ১৪, আহত ৩০


প্রকাশিত:
৬ মার্চ ২০২০ ১৭:২৩

আপডেট:
৭ মার্চ ২০২০ ১৮:০৯

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী: পাকিস্তানের করাচিতে একটি আবাসিক ভবন ধসে কমপক্ষে ১৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। বৃহস্পতিবার (৫ মার্চ) করাচির গুলবাহার এলাকায় ওই দুর্ঘটনায় তারা হতাহত হন। স্থানীয় মেয়র ওয়াসিম আক্তারের বরাতে এ খবর জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

করাচি মেট্রোপলিটন করপোরেশনের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসক সালমা কাউসার জানান, এ পর্যন্ত ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স উদ্ধারকাজ শুরু করেছে।

পুলিশ সার্জন ক্বারার আব্বাসী জানান, করাচির আব্বাসী শহীদ হাসপাতালে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ সংরক্ষিত আছে।

করাচির স্বাস্থ্য বিভাগের ডাক্তার সালমা কাউসারের জানান, ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৩০ জনকে আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে, তবে বেশ কয়েকজনকে হাড় বিশেষজ্ঞ এবং অপারেশন বিভাগে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও জরুরি সেবাদানকারী সংস্থার লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top