সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


কূটনীতিকসহ করোনা ভাইরাসে ইরানে মারা গেছে ১০৭, আক্রান্ত প্রায় ৪ হাজার


প্রকাশিত:
৬ মার্চ ২০২০ ১৭:৩৬

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৩

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে ইরানেও। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ১০৭ মারা গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানি কূটনীতিক হোসেইন শাইখল ইসলাম মারা গেছেন। তিনি সিরিয়ায় ইরানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হোসেইন শাইখল দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৫মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ইরানে এ পর্যন্ত ৩ হাজার ৫১৩ জন করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে নতুন করে আরো ১৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ এ।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়নুশ জাহানপুর দেশটির রাজধানী তেহরানে একটি সাংবাদিক সম্মেলনে জাতীয়ভাবে এই সংখ্যাটির খবর প্রকাশ করেছেন।

এর আগে গত মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭৭ জন। আর একদিন পরেই বুধবার সেই সংখ্যা দাঁড়িয়েছিল ৯২ জনে। যেখানে বুধবার পর্যন্ত ইরানে মোট আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯২২ জন। দিনে দিনে ইরানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top