সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


পাকিস্তানে ভয়াবহ তুষার ধসে নিহত ৫, আহত ৩০


প্রকাশিত:
১২ মার্চ ২০২০ ০২:৪৩

আপডেট:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৮

ফাইল ছবি

প্রভাত ফেরী: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ তুষার ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাজধানী ইসলামাবাদ থেকে ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান নাথিয়া গালির কুন্দ্লা গ্রামে এই তুষার ধষের ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে।

এক প্রতিবেদনে তারা জানায়, তুষার ধসের ঘটনায় হতাহতরা একটি ভ্যানে করে পাহারের পাশ দিয়ে যাচ্ছিলো। এমন সময় পাহার থেকে ধসে পড়া তুষারে তারা চাপা পড়েন।

জানা গেছে, ওই এলাকায় প্রায় দু’ডজনেরও বেশি গাড়ি নিখোঁজ হয়েছে। ওই জেলার নাথিয়া গালি রিসোর্টে তুষার ধসের কারণে ২৪টির বেশি গাড়ি নিখোঁজ। বিশাল আকৃতির বরফ খণ্ড সরিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুষার ধসে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ও সেনাবাহিনী।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top