সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


অপ্রতিরোধ্য গতিতে করোনা ছড়াচ্ছে সারাবিশ্বে, মৃতের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়াল


প্রকাশিত:
১৬ মার্চ ২০২০ ১৭:৪৮

আপডেট:
১৭ মার্চ ২০২০ ১৭:১৪

ফাইল ছবি

প্রভাত ফেরী: অপ্রতিরোধ্য গতিতে করোনা ভাইরাস ছড়াচ্ছে সারাবিশ্বে। মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডটইনফোর হিসাব অনুযায়ী, সোমবার পর্যন্ত বিশ্ব জুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৬৫৪। মারা গেছে ৬ হাজার ৫১৮ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৭৭৬ জন। স্পেনে এক দিনেই করোনায় নতুন আক্রান্ত ২ হাজার এবং মৃত্যু শতাধিক।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, লুজিয়ানা ও নিউইয়র্ক রাজ্যে নতুন করে মারা গেছে তিনজন। উৎপত্তিস্থল চীনে সরকারি হিসাবেই এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪ জন। এর মধ্যে ৩ হাজার ১৯৯ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে দেশটির কর্তৃপক্ষ। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৬৬ হাজার ৯১১ জন। 

ভারতে আক্রান্তের সংখ্যা ১০০ ছড়াল : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডটইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১৫ মার্চ বিকাল পর্যন্ত ভারতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৭ জন। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১০ জন।

মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে : মালয়েশিয়ায় সব রেকর্ড রোবাবর ভেঙে দিয়েছে করোনারভাইরাসে আক্রান্তের সংখ্যা। রোবাবর নতুন করে আরও ১৯০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২৮ জনে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন এসব রোগী পাওয়ার তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় করোনায় নতুন আক্রান্তদের অধিকাংশই একটি মসজিদে তাবলিগের জামাতে অংশ নিয়েছিল। ওই তাবলিগে বিশে^র বেশ কয়েকটি দেশের ১০ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছে।

স্পেনে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে : ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে ইতালির পর স্পেনেই সবচেয়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। গত এক দিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্পেনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫৩ জনে। আর মৃত্যু হয়েছে ২৯১ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৫১৭ জন। শনিবার এক বিবৃতিতে স্পেন সরকার জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশেটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ।

ইতালিতে এক দিনেই ১৭৫ জনের প্রাণহানি : প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। মহামারীতে পরিণত হওয়া এই ভাইরাস ঠেকাতে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি পুরো ইতালিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। সারা দেশের ফার্মেসি ও আলিমেন্টারি (খাবারের দোকান) ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে। ইতালিতে গত এক দিনে নতুন করে আরও ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪১ জনে। শনিবার পর্যন্ত দেশটিতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৫৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ৯৬৬ জন চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

যুক্তরাষ্ট্রে তিন রাজ্যে প্রাণহানির ঘটনা : যুক্তরাষ্ট্রের আরও তিন রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যগুলো হচ্ছে- ভার্জিনিয়া, লুইজিয়ানা ও নিউইয়র্ক। তিন রাজ্যেই এই ভাইরাসে মৃত্যুর ঘটনা এটিই প্রথম। ভার্জিনিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির বয়স ৭০ বছর। তবে তিনি কীভাবে সংক্রমিত হলেন তা জানা যায়নি। শনিবার শ্বাসকষ্টে ভুগে তার মৃত্যু হয়। একই দিন লুইজিয়ানায় মারা যাওয়া ব্যক্তির বয়স ৫৮ বছর। নিউ অরলিন্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিউইয়র্কেও নতুন করে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের বয়স ৮২ বছর। অন্যজনের বয়স ৬৪। তাদের উভয়েরই আগে থেকে স্বাস্থ্যগত জটিলতা ছিল। বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।

সূত্র: সিএনএন, বিবিসি, ডেইলি মেইল


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top