সিডনী শনিবার, ২১শে সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১


হেরেম শরীফ ও নববী ছাড়া বাকীসব মসজিদে নামাজ বাতিল করলো সৌদি


প্রকাশিত:
১৮ মার্চ ২০২০ ০৫:৫৭

আপডেট:
১৮ মার্চ ২০২০ ০৬:০৩

প্রভাত ফেরী: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে দেশটি। এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকানোর অংশ হিসেবে সারাদেশের সব মসজিদের প্রধান জামাত ও শুক্রবারের জুমার নামাজ স্থগিত করে রিয়াদ। সংযুক্ত আরব আমিরাতে সংবাদ মাধ্যম খালিজ টাইমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে বৈঠকের পর মসজিদগুলোতে নামাজে স্থগিতাদেশের সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ।

মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল ইসা দেশটির সংবাদমাধ্যম আল আরাবিয়াকে জানিয়েছেন, ‘এই স্থগিতাদেশ ইসলামি শরিয়া, এর সাধারণ ও নির্দিষ্ট বিধি দ্বারা নির্ধারিত করণীয়-দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। প্রত্যেকেই জানেন যে, এই মহামারি ঠেকানোর অন্যতম পূর্বশর্ত হচ্ছে যেকোনও ধরনের জমায়েত রোধ করা।’

দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল্লাতিফ বিন আব্দুলআজিজ আল-শেখ আল আবারিয়াকে জানিয়েছেন, ‘মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে মসজিদগুলোতে নামাজে স্থগিতাদেশের সিদ্ধান্ত জারি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ভাইরাস ছড়িয়ে পড়া রোধে পূর্ব সতর্কতার অংশ হিসেবে এসব পদক্ষেপ নিয়েছে সরকার। আশা করছি, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করতে ইমাম, ধর্মপ্রচারক ও মোয়াজ্জিনরা দায়িত্ব পালন করবেন।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top